সম্প্রতি, ‘অপেক্ষার অবসান নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন বাঁধন’ শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে যমুনা টিভির লোগো ব্যতীত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অপেক্ষার অবসান নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন বাঁধন’ শীর্ষক শিরোনামে কোনো ফটোকার্ড যমুনা টিভি কিংবা অন্যকোনো গণমাধ্যম প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যমুনা টিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে যমুনা টিভির লোগো দেখা যায়। সেখানে উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৪ নভেম্বর ২০২৪ উল্লেখ করা হয়েছে।
এর সূত্র ধরে যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, যমুনা টিভির অফিশিয়াল ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য মেলেনি।
তাছাড়া, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য রয়েছে। ফটোকার্ড দুটির ডিজাইনেও রয়েছে ভিন্নতা।
অর্থাৎ, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।
তাছাড়া, যমুনা টিভি ব্যাতীত অন্যকোনো গণমাধ্যমেও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের আর্ন্তবর্তীকালীন সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘অপেক্ষার অবসান নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন বাঁধন’’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna TV: Facebook Page
- Jamuna TV: Website
- Jamuna TV: YouTube Channel
- Rumor Scanner’s Own Analysis