এরা কেবল নামেই গান্ধী। আসলে তারা মোল্লা। নইলে প্রিয়াঙ্কার বিয়েতে মৌলবীর কি দরকার।” এর পাশাপাশি তিনি একটি ছবিও শেয়ার করেছেন। একই সঙ্গে ছবির গায়ে লেখা আছে- "কেউ আমাকে অবজ্ঞা করে বলুক যে একজন মৌলবীকে বিয়েতে ডাকা হয় না নিকাতে ডাকা হয়।" ছবিতে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্য একজনকে বিয়ের অনুষ্ঠান করতে দেখা যাচ্ছে, যাকে একজন মৌলবী বলা হচ্ছে।