রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে আর কারো লাভ না হোক পাকিস্তানের লাভ হইছে ষোল আনা! এই যুদ্ধে এমেরিকা ইউরোপীয় ইনিয়ন যেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পাকিস্তান সেখানে চামে চামে তাদের কাছে রাশিয়ার যে কোটি কোটি ডলার ঋণ আছে তা না শোধ করার সিদ্ধান্ত নিয়েছে!