গত ১১ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
এরই প্রেক্ষিতে, হাসনাত আবদুল্লাহর স্ত্রীর ছবি দাবিতে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ জার্নাল’ এ একটি ছবি প্রচার করা হয়েছে।
উক্ত ছবি যুক্ত করে বাংলাদেশ জার্নালে প্রকাশিত প্রতিবেদন দেখুন- এখানে।
একই ছবি যুক্ত একটি ফটোকার্ড বাংলাদেশ জার্নাল তাদের ফেসবুক পেজেও প্রচার করে। পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এছাড়া, একই ছবি যুক্ত করে কালবেলার আদলে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।
কালবেলার ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর স্ত্রীর ছবি দাবিতে প্রচারিত ছবিটি হাসনাত আবদুল্লাহর স্ত্রীর নয় বরং, আরেক সমন্বয়ক সারজিস আলমের সাথে হাসনাত আবদুল্লাহর একটি ছবিকে সম্পাদনা করে প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে সেই ছবিকে হাসনাতের স্ত্রীর ছবি দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তাছাড়া, কালবেলা উক্ত দাবিতে ছবিটি প্রচার করেনি।
অনুসন্ধানে সারজিস আলমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১২ অক্টোবর হাসনাত আবদুল্লাহর বৈবাহিক জীবনের শুভ কামনা জানিয়ে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে থাকা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছবির সাথে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড এবং পোষাকের মিল রয়েছে।
উক্ত ছবিটিতে থাকা সারজিস আলমের মুখমণ্ডল সম্পাদনার মাধ্যমে বিকৃত করা হয়েছে। সম্পাদিত এই ছবিটিকেই যাচাই-বাছাই না করে সত্য দাবিতে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
পরবর্তীতে একই ছবি যুক্ত করে কালবেলার ডিজাইন সম্বলিত ভুয়া ফটোকার্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়। উক্ত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে কালবেলার লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১২ অক্টোবর ২০২৪ উল্লেখ রয়েছে।
এর সূত্র ধরে অনুসন্ধানে কালবেলার ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ১২ অক্টোবর “বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ’’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডে থাকা ছবির স্থলে আলোচিত সম্পাদিত ছবিটি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, কালবেলার ডিজাইন সম্বলিত ফটোকার্ডটিও সম্পাদিত।
সুতরাং, হাসনাত আবদুল্লাহর স্ত্রীর ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Sirjis Alam- Facebook Post
- Kalbela- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis