রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারকৃত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ‘যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সকালের নাস্তার নিমন্ত্রণ পেয়েছেন’ দাবিতে একটি তথ্য সম্প্রতি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
এক্সে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে চিন্ময় কৃষ্ণ দাস সকালের নাস্তার নিমন্ত্রণ পাওয়ার দাবিটি সত্য নয় বরং কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে পুষ্পিতা গুপ্ত নামক ফসবুক অ্যাকাউন্টে গত ১৪ ডিসেম্বর তারিখে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। তবে উক্ত পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
এছাড়া, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের সকালের নাস্তার নিমন্ত্রণ পাওয়ার প্রসঙ্গে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার বা ডোনাল্ড ট্রাপের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।
তাছাড়া, উক্ত বিষয়ে দেশিয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর গ্রেফতার করা হয় এবং ২৬ নভেম্বর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে, গত ০৩ ডিসেম্বর তার জামিন শুনানি নির্ধারিত থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে আগামী ০২ জানুয়ারি নির্ধারণ করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেও ডোনাল্ড ট্রাম্প এখনো দায়িত্ব গ্রহণ করেননি। আগামী ২০ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করবেন। মার্কিন রাষ্ট্রপতির অফিস ও বাসভবন হিসেবে পরিচিত হোয়াইট হাউস বর্তমানে বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেনের অধীনে রয়েছে।
সুতরাং, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের সকালের নাস্তার নিমন্ত্রণ পাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।