schema:text
| - গত ০৪ ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের পুঙ্গা মারার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে : আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের পুঙ্গা মারার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে’ শীর্ষক মন্তব্যটি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল করেননি বরং, ০৪ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক পরবর্তী তাঁর দেওয়া বক্তব্য নিয়ে একটি গণমাধ্যম কর্তৃক প্রকাশিত ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখের উল্লেখ রয়েছে।
উক্ত তারিখের সূত্র ধরে ও প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে গত ০৩ ডিসেম্বর জাতীয় দৈনিক প্রথম আলো’র ভেরিফাইড ফেসবুক পেজে ‘ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে : আসিফ নজরুল’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড ও তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক মিল রয়েছে।
ফটোকার্ড দুটি পর্যালোচনায় দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির ডিজাইন ও ছবির সাথে প্রথম আলো’র ফটোকার্ডের হুবহু মিল রয়েছে। তবে, শিরোনাম ও ফন্টে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। আলোচিত ফটোকার্ডে ‘পুঙ্গা মারার’ অংশটি অন্তর্ভুক্ত থাকলেও, প্রথম আলো’র ফটোকার্ডে এটি নেই। এছাড়া, প্রথম আলো’র লোগো পরিবর্তন এবং ওয়েবসাইটের অংশ মুছে ফেলা হয়েছে।
অর্থাৎ, প্রথম আলো’র ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
গত ০৪ ডিসেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বিষয়ে একটি পোস্ট করেন। উক্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে তাঁর কথা বলার আলোকেই প্রথম আলো তাদের ফটোকার্ড ও প্রতিবেদনটি প্রকাশ করেছে।
সুতরাং, ‘ড. ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের পুঙ্গা মারার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে : আসিফ নজরুল’ শীর্ষক দাবিটি মিথ্যা এবং এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Prothom Alo – Facebook Post
- Dr. Asif Nazrul – Facebook Post
|