schema:text
| - গত ০৭ অক্টোবর জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)’ কর্তৃক প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। এরই প্রেক্ষিতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডে চরমোনাই পীর ফয়জুল করিমের নামে ‘ড. ইউনুস কখনো মসজিদে হিয়ে সালাত আদায় করেনি, হজ্ব করেনি, সারাজীবন সুদ খেয়েছে, তিনি কীভাবে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পায়’ শীর্ষক একটি মন্তব্য প্রচার হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চরমোনাই পীর ফয়জুল করিমকে উদ্ধৃত করে ‘ড. ইউনুস কখনো মসজিদে হিয়ে সালাত আদায় করেনি, হজ্ব করেনি, সারাজীবন সুদ খেয়েছে, তিনি কীভাবে বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় স্থান পায়’ শীর্ষক শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং ফয়জুল করিমও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে। প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১০ অক্টোবর, ২০২৪ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সাথে প্রথম আলোর বিভিন্ন ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের ভিন্নতা রয়েছে, মূলত প্রথম আলোর ফটোকার্ডের আদলে লোগো ও নাম ব্যবহার করে উক্ত ফটোকার্ডের ডিজাইন করা হয়েছে।
গত ১২ অক্টোবর তারিখে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্টের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে আলোচিত তথ্য ও ফটোকার্ডটি প্রথম আলো প্রকাশ করেনি।
এছাড়া, প্রথম আলো ছাড়া অন্য কোনো গণমাধ্যমের কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, চরমোনাই পীর ফয়জুল করিমকে উদ্ধৃত করে প্রথম আলোর নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Prothom Alo- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|