About: http://data.cimple.eu/claim-review/0376d5a6f3fbd8e7f9a14a40b199b5e285d41cb63505cb2eac66b1ba     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলতি বছরের বিভিন্ন সময়ে দেশের একাধিক গণমাধ্যমে ভেনেজুয়েলায় কনডমের দামের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার টিম। কতিপয় গণমাধ্যমের দাবি, দেশটিতে একটি বা এক প্যাকেট কনডমের দাম অন্তত ৬০ হাজার টাকা৷ এই দাবিতে সংবাদ প্রকাশ করেছে চ্যানেল২৪, নাগরিক টিভি (ইউটিউব), এবিনিউজ২৪। আবার, কিছু গণমাধ্যম দাবি করেছে, এক প্যাকেট কনডমের দাম ৭৬ হাজার টাকা৷ এই দাবিতে সংবাদ প্রকাশ করেছে সময় টিভি, স্বাধীন আলো, কারেন্ট নিউজ। একই দাবিতে বিগত বছরগুলোয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, নিউজ২৪। একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্টসহ অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। একই দাবিতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেলের ভিডিওাহ অন্যান্য ইউটিউব ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভেনেজুয়েলায় একটি বা এক প্যাকেট কনডমের দাম ৬০ বা ৭৬ হাজার টাকা শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং ২০১৫ সালের একটি সংবাদের সূত্রে চলতি বছরও একই সংবাদ প্রচার করা হলেও দেশটিতে কখনোই কনডমের দাম এত বেশি ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কিওয়ার্ড সার্চ করে চলতি বছর এ সংক্রান্ত কোনো খবর প্রকাশ হতে দেখা যায়নি। তবে ২০২২ সালে ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া টুডে, নিউজ১৮, হিন্দুস্তান টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশিত হয়। দেশের গণমাধ্যমগুলোর মধ্যে চলতি বছর সময় টিভি ইন্ডিয়া টুডের বরাতে এবং চ্যানেল২৪ ইন্ডিয়া টাইমসের বরাতে সংবাদটি প্রকাশ করেছে। এই দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে খবরটির কোনো সূত্র উল্লেখ করা না হলেও ইন্ডিয়া টুডের এ সংক্রান্ত ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়, ৩৬ প্যাকের একটি কনডম ৭৫৫ মার্কিন ডলারে বিক্রি হয় দেশটিতে৷ এই তথ্যের সূত্র ধরে মার্কিন সংবাদমাধ্যম Bloomberg এর ওয়েবসাইটে ২০১৫ সালের ০৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে MercadoLibre নামে ভেনেজুয়েলার পণ্য নিলামের একটি ওয়েবসাইটের লিংক হাইপারলিংক করে বলা হয়, “ভেনেজুয়েলার মানুষ সহজে পাওয়া যায় না এমন পণ্য পেতে এই সাইটটি (MercadoLibre) ব্যবহার করে যেখানে ৩৬-প্যাকের একটি ট্রোজান কনডম ৪৭৬০ বলিভারে (সরকারি বিনিময় মূল্যে যা ৭৫৫ মার্কিন ডলার) বিক্রি হয়, যা দেশের ন্যূনতম মাসিক মজুরি ৫৬০০ বলিভারের কাছাকাছি। যাদের ডলার ব্যবহারের সুযোগ রয়েছে, তাদের আনঅফিশিয়াল কালোবাজারে এই কনডম কিনতে খরচ হয় ২৫ মার্কিন ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ২১ মার্কিন ডলার”। MercadoLibre এর লিংকটিতে প্রবেশ করে এখন আর কনডম বিষয়ক কোনো তথ্য মিলছে না৷ এই বিষয়ে ব্লুমবার্গের এই প্রতিবেদনটিই সবচেয়ে পুরোনো। পরবর্তীতে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমেই (১, ২, ৩) খবরটি এসেছে। ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের পরপরই একই মাসের ২৪ তারিখে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম Venezuelanalysis এর ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যাতে দাবি করা হয়, ব্লুমবার্গ যা বলছে তার বিপরীতে দেখা যাচ্ছে, দেশটিতে তিনটি ডিউরেক্স কনডমের একটি প্যাকেট সেই সময়ে ১০০-৩০০ বলিভার (৮-২৬ মার্কিন ডলার) খুচরা মূল্যে পাওয়া যাচ্ছিল। এটি ব্যয়বহুল হলেও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। অনলাইন ভেরিফিকেশন ও মিডিয়া গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাব এ বিষয়ে ভেনেজুয়েলার সাংবাদিক Alessandro Di Stasio এর সাথে কথা বলেছে। তিনি বলছিলেন, ভেনেজুয়েলা এনালাইসিস ঠিক বলেছে যে আপনি কখনই ৭৫৫ ডলার দামে কনডমের প্যাকেট পাবেন না, যেহেতু এখানে মানুষ বাজারের মূল্য দিয়ে চালিত হয়, সরকার দ্বারা নিয়ন্ত্রিত মূল্য দিয়ে নয়। আমরা ভেনেজুয়েলায় বর্তমানে কনডমের দামের বিষয়ে জানার চেষ্টা করেছি। MercadoLibre এর ওয়েবসাইটে তিনটি কনডম সম্বলিত এক প্যাকেট ডিউরেক্সের দাম চাওয়া হয়েছে ৬.৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১৫ টাকা)। এ হিসেবে ৩৬ টি কনডমের প্যাকেটের দাম দাঁড়াচ্ছে প্রায় সাড়ে ৮ হাজার টাকা। অবশ্য ভেনিজুয়েলার আরেক পণ্য বেচাকেনার সাইটে এর চেয়ে প্রায় অর্ধেক দামেই কনডমের মূল্য দেখা যাচ্ছে। মূলত, চলতি বছর দেশের একাধিক গণমাধ্যমে ভেনেজুয়েলায় কনডমের দামের বিষয়ে প্রকাশিত সংবাদে দাবি করা হয়, দেশটিতে একটি বা এক প্যাকেট কনডমের দাম অন্তত ৬০ হাজার টাকা৷ কতিপয় গণমাধ্যম দাবি করেছে, এক প্যাকেট কনডমের দাম ৭৬ হাজার টাকা৷ কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিগুলো সঠিক নয়। ২০১৫ সালে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গে এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়, ৩৬-প্যাকের একটি ট্রোজান কনডমের মূল্য ৭৫৫ মার্কিন ডলার। পরবর্তী সময়ে এই সংবাদের বরাতেই উক্ত তথ্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। একইভাবে এই তথ্যটি দেশের গণমাধ্যমগুলোতেও প্রচার হয়ে আসছে। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে একটি পণ্য বেচাকেনার সাইটের বরাতে উক্ত দামের বিষয়টি উল্লেখ থাকলেও দেশটির একাধিক সাংবাদিক নিশ্চিত করেছেন যে ভেনেজুয়েলায় কনডমের দাম কখনোই এত বেশি ছিল না। তাছাড়া, দেশটিতে বর্তমানে সমপরিমাণ কনডমের দাম প্রায় সাড়ে ৮ হাজার টাকা। সুতরাং, ২০১৫ সালের ভুল তথ্যের বরাতে ভেনেজুয়েলায় কনডমের দাম ৬০ (কোনো গণমাধ্যমে ৭৬) হাজার টাকা শীর্ষক দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসছে; যা বিভ্রান্তিকর।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 2 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software