schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim
তামিলনাড়ুতে এক বিহারি প্রবাসীর দোকানে ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে
Fact
ঘটনাটি কেরলের যা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিদের উপর অত্যাচারের আবহে ভুল দাবি সমেত ভাইরাল হয়েছে
ফেসবুকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে এই দাবিতে বেশকিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে যার মধ্যে একটিতে ভিডিওতে দাবি করা হচ্ছে তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একব্যক্তি একটি দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্রের উপর দাহ্য তরল ছিটিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে দোকানের কর্মী ও ক্রেতারা সবাই দোকান ছেড়ে পালাচ্ছে। এর কিছু সেকেন্ডের মধ্যে ব্যক্তিটি দেশলাই জ্বালিয়ে কাঠিটি দোকানের উপর ছুঁড়ে দেয় এবং এতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবিটি করেছে দোকানটি বিহারের এক ব্যক্তির।
তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আমরা কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমরা জানতে পারি ঘটনাটি তামিলনাড়ুর নয় বরং কেরলের।
দোকানে আগুন লাগিয়ে দেওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। Mathrubhumi র ৩রা মার্চের রিপোর্টে বলা হয়েছে কেরলের কোচির ত্রিপুনিথুরার বাসিন্দা রাজেশ টিএস একটি লটারির দোকানে আচমকাই আগুন জ্বালিয়ে দেয়।
আরো জানা গিয়েছে এই কান্ডটি ঘটানোর আগে রাজেশ নিজের ফেসবুক থেকে একটি ভিডিওর দ্বারা লটারি টিকিটকে নিয়ে নিজের হতাশা ও ক্ষোভ উগরে দিয়েছিলো। কেরলের প্রসিদ্ধ মীনাক্ষী লটারির নাম উল্লেখ করা হয়েছে মিডিয়া রিপোর্টে। ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে দোকানের বাইরের দিকের অংশেও মীনাক্ষী লটারির নাম লেখা আছে মালায়ালম ভাষায়।
Asianet News এর রিপোর্টে বলা হয়েছে রাজেশ মীনাক্ষী লটারির টিকিট বিক্রি করার জন্য লটারি এজেন্সি থেকে কিছু টিকিট কেনে। কিন্তু ওই ব্যক্তির বিক্রি করা লটারি টিকিটে তেমন কোনো পুরস্কার ছিলনা আর এতেই সে বিধস্ত হয়ে পরে। রিপোর্টে বলা হয়েছে সে নাকি লটারির দোকানের মালিকের সাথেও ঝগড়ায় জড়িয়ে পরে। এরপরেই একদিন দোকানে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
জানা গিয়েছে রাজেশ টিএস বেশকিছু দিন ধরে মানসিক সমস্যার মধ্যে যাচ্ছে। যার জন্য তার ডাক্তারি চিকিৎসাও চলছে। ফেসবুক লাইভে এসে লটারির সম্পর্কে নিজের ক্ষোভের কথা বলে রাজেশ। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে ‘আমাদের মতো মানুষদের প্রয়োজন পুঁজিবাদের প্রয়োজন নেই, দরকার সাম্যবাদের।’
মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা ওই অঞ্চলের পুলিশের সাথে যোগাযোগ করি। এলাকার পুলিশ SHO জানিয়েছেন এই ঘটনার সাথে বিহারি বা কোনো প্রবাসী ব্যক্তির সম্পর্ক নেই। ঘটনাটি কেবল মাত্র ব্যক্তিগত আক্রোশের কারণের ঘটেছে।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কেরলের এবং এই ঘটনার সাথে প্রবাসী বা পরিযায়ী শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।
(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindi থেকে প্রকাশিত হয়েছে)
Our Sources
Report of Mathrubhumi, published on March 4, 2023
Video of Asianet News, uploaded on March 4, 2023
Telephonic conversation with SHO PRAVEEN.S.B, Hill Palace PS, Tripunithura
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025
|