schema:text
| - Authors
Claim: গো-মূত্র ব্যবহার করে হিন্দুদের স্নান করার ভিডিয়ো।
Fact: গোমূত্রে স্নান করার ভিডিয়োটি কোনও হিন্দু ব্যক্তির নয়।
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, গো-মূত্রে স্নান করছে এক ব্যক্তি। ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন, যে ব্যক্তিকে স্নান করতে দেখা যাচ্ছে, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। ভিডিয়োটির সঙ্গে লেখা হয়েছে, “শীতের দিনে হিন্দু বন্ধুরা বেশ শান্তিতে আছে। বিশেষ করে গোসল নিয়ে মহা এক বিড়ম্বনার মধ্যে গো-মূত্রের গরম জ্বল দিয়ে গোসল করা মজাই আলাগা যা হিন্দু ভাই-বোনেরা ছাড়া কেউ বুঝবে না।” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি।)
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৩ সালের ৫ জুলাই একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায়, যে ব্য়ক্তিকে গোমূত্র ব্য়বহার করে স্নান করতে দেখা যাচ্ছে, তিনি মুন্দারি উপজাতির একজন মানুষ।
সেই সূত্র ধরে সার্চ করলে দেখা যায়, পয়লা জানুয়ারি African Vibes Magazine নামের একটি ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। সেই পোস্টে লেখা বিবরণ থেকে জানা যায় যে, ভিডিয়োটি দক্ষিণ সুদানের মুন্দারি উপজাতি ক্যাম্পের। যেখানে গোমূত্রে স্নান করাটা একটি প্রথা। সাধারণত ওই উপজাতির মহিলারা গরুর মূত্র স্নানের জন্য় ব্য়বহার করে থাকেন। তাঁদের বিশ্বাস, এতে চুল ভালো থাকে এবং ভালবাসার মানুষটি আকর্ষিত হন।
আরও সার্চ করলে দেখা যায় যে, News Flare ও Lokal App–তে একই ভিডিয়ো, একই বিবরণ-সহ আপলোড করা হয়েছিল।
এই বিষয়ে খতিয়ে দেখলে News18 ওয়েবসাইটের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় যে, হিন্দুদের মতোই দক্ষিণ সুদানের মুন্দারি উপজাতির মানুষদের কাছেও গরু আরাধ্য়। মূলত আনকোল ওয়াতুশি জাতের গরু তারা পালন করে থাকে। এমনকী, গরু যখন ঘুমায়, তখন সম্ভাব্য চুরি প্রতিহত করতে, তারা বন্দুক নিয়ে পাহারা দেয়। মুন্দারি উপজাতির লোকরা গোমূত্র স্নান এবং ব্রাশ করার জন্য ব্যবহার করে থাকে।
পাঁচ বছর আগে Discovery UK করা একটি তথ্য়চিত্র থেকেও একই তথ্য় পাওয়া যায়।
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, গোমূত্রে স্নান করার ভিডিয়োটি কোনও হিন্দু ব্যক্তির নয়। বরং সেটি দক্ষিণ সুদানের মুন্দারি উপজাতির মানুষদের ভিডিয়ো।
Result: False
Sources
Video by African Vibes Magazine, Dated January 1, 2024
Report by News Flare and Lokal App
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
|