আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি এনসিআরবি রিপোর্ট অনুসারে কলকাতা মেয়েদের জন্য নিরাপদ শহর এই দাবিটি বিভ্রান্তিকর। এনসিআরবি (NCRB) বা National Crime Records Bureau রিপোর্ট অনুসারে নারী নির্যাতনে উত্তর প্রদেশের পরেই পশ্চিমবঙ্গের স্থান রয়েছে।