About: http://data.cimple.eu/claim-review/025aa4ef5df2255249a5066eefac17636c91426f37d6d7ab7e8e10af     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ১৯৫৫ সালে নিখোঁজ হওয়া একটি আমেরিকান বিমান ৩৭ বছর পর অর্থাৎ ১৯৯২ সালে পুনরায় ফিরে আসে এমন একটি তথ্য বেশ কয়েক বছর যাবৎ ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। এমন কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে প্যান অ্যাম ফ্লাইট-৯১৪ নামের কোনো বিমান এবং ফ্লাইটের বাস্তবিক কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ১৯৮৫ সালের মে মাসে আমেরিকান প্রিন্ট ভিত্তিক ট্যাবলয়েড “Weekly World News” এর “riddle of flight 914” নামের একটি প্রতিবেদনে প্রায় একই ধরণের ঘটনা খুঁজে পাওয়া যায় যেখানে তারা একটি বিমান হারিয়ে যাওয়ার ৩০ বছর পর ১৯৮৫ সালে তা ফিরে এসেছে বলে দাবি করে। পরবর্তীতে, ১৯৮৫ সালের পর ১৯৯৩ এবং ১৯৯৯ সালে একই ঘটনা পুনরায় প্রচার করে দাবি করা হয়, ‘ফ্লাইট-৯১৪’ ১৯৫৫ সালে নিখোঁজ হয়ে ৩৭ বছর পর অর্থাৎ ১৯৯২ সালে ফেরত এসেছে। পরবর্তী সময়ে ২০১৯ সালে “Bright Side” নামের একটি ইউটিউব চ্যানেলে ঘটনাটি পুনরায় প্রচার করা হয় যা সর্বশেষ এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত প্রায় ২ কোটি এগারো লক্ষ বার দেখা হয়েছে। উক্ত রেকর্ডেড ভিডিওটিতে দাবিটি পুনর্ব্যক্ত করার পরে সাত মিনিটের মাথায় উল্লেখ করা হয়েছে যে “the story just seems to be an elaborate fabrication”. “Weekly World News” এর মতে, “প্যান অ্যাম ফ্লাইট-৯১৪ মোট ৫৭ জন যাত্রী নিয়ে ১৯৫৫ সালে নিউইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে উড্ডয়ন করে মধ্য আকাশে হারিয়ে যায় এবং নিখোঁজের ৩৭ বছর পর ১৯৯২ সালে সকল যাত্রী সহ কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ফ্লোরিডার মিয়ামিতে অবতরণ করে। প্রত্যক্ষদর্শী তৎকালীন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার ‘Juan de la Cort’ তার র্যাডারে প্লেনটিকে বিমানবন্দরের চারপাশের ঘুরতে দেখেন। প্লেনটি অবতরন করার পর জানতে পারে এটি ৩৭ বছর পর অবতরন করেছে। যেখানে নিউইয়র্ক থেকে মায়ামির দূরত্ব তিন ঘণ্টার। পাইলট যখন জানতে পারেন প্লেনটি ৩৭ বছর পর অবতরন করেছে তখন প্লেনটি আবার আকাশে উড্ডয়ন করে হারিয়ে যায়।” ১৯৮৫ সালে ঘটনাটি প্রথম প্রকাশের পরবর্তীতে ১৯৯৩ ও ১৯৯৯ সালে এই একই গল্প আরও দুইবার প্রকাশ করা হয় যেখানে একই তথ্যে দুইজন ভিন্ন ভিন্ন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের ছবি ব্যবহার করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, ট্যাবলয়েডে প্রকাশিত ঘটনাটিতে ব্যবহৃত প্লেনের ছবিটি আসলে DC-4 নামে একটি প্লেনের যা স্টক ফোটোগ্রাফি ওয়েবসাইট Alamy তে খুঁজে পাওয়া যায়। তাছাড়া “US department of transport’s record” এ হারিয়ে যাওয়া বিমানের তালিকা থেকে জানা যায় ১৯৩৪ থেকে ১৯৬৫ সালের মধ্যে ১৯৫৫ সালে প্যান অ্যাম ফ্লাইট-৯১৪ নামের কোন প্লেন হারিয়ে যায়নি এবং প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের এর ওয়েবসাইটেও প্যান আমেরিকান ফ্ল্যাইট-৯১৪ নামের কোন বিমানের অস্তিত্ব পাওয়া যায় নি। তবে, প্যান অ্যাম ফ্লাইট ৯১৪-এর এমন ঘটনার ব্যাখ্যা হিসাবে বিভিন্ন সময়ে বিভিন্ন সমাধান দেওয়া হয়। তার মধ্যে সব থেকে চর্চিত ব্যাখ্যা হল প্লেনটি টাইম-ট্রাভেল পোর্টালের মাধ্যমে উড়েছিল। এই অস্বাভাবিক ও আশ্চর্যজনক ঘটনাটির একমাত্র উৎস কেবল ‘Weekly World News’ নামের এই ট্যাবলয়েড ম্যাগাজিনটি। এর বাইরে অন্য কোথাও এই ঘটনার নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। ম্যাগাজিনটির প্রকাশিত সেই প্রতিবেদনটির উপর ভিত্তি করেই মূলত বিভিন্ন সময়ে এটি আলোচিত হয়ে আসছে। এছাড়া, ১৯৮৯ সালে তারা “Santiago 513” নামের একটি ফ্লাইট নিখোঁজের ৩৫ বছর পর ৯২ টি কঙ্কাল নিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছিলো দাবিতে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছিলো। তবে সেই ঘটনারও কোন সত্যতা পাওয়া যায় নি। মূলত, উইকলি ওয়ার্ল্ড নিউজ হলো অদ্ভুত এবং কৌতূহলী গল্পের একটি সচিত্র আমেরিকান ট্যাবলয়েড প্রকাশনা, যা কাল্পনিক গল্প সংবাদ আকারে প্রকাশ করে এবং তাদের বেশিরভাগ প্রকাশিত প্রতিবেদনই এমন কাল্পনিক চিন্তাশক্তি দিয়ে রচিত। অতিপ্রাকৃত বা অলৌকিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে এবং ব্যঙ্গাত্মক বিষয়ক ঘটনা নিয়ে ম্যাগাজিন প্রকাশ করার জন্য ট্যাবলয়েডটি সমাদৃত। মূলত, এধরণের অদ্ভুত ব্যাঙ্গাত্মক সংবাদ প্রকাশের মাধ্যমেই ট্যাবলয়েডটি সে সময় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। তাদের অতিপ্রাকৃত ভুয়া সংবাদ পরিবেশনের জনপ্রিয়তার প্রেক্ষিতে রুটগার্স ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপক বলেছিলেন, “ভুয়া খবর সবসময়ই জনপ্রিয়, দ্য ন্যাশনাল ইনকোয়ারার, উইকলি ওয়ার্ল্ড নিউজ এবং গ্লোবের প্রাক-ইন্টারনেট যুগে তাদের বিক্রি দেখুন বিষয়টি বুঝতে পারবেন, মূলত গালগল্প এবং পলায়নবাদী বিনোদন মানুষকে তাদের অস্থির জীবন থেকে বাঁচতে সহযোগিতা করে।” আরো পড়ুনঃ ডা. গুপ্তপ্রসাদ এর পরামর্শকৃত ক্যান্সার নিরাময়ের পদ্ধতিটি ভুয়া এছাড়া, Washington Post তাদের নিয়ে লিখেছে, “দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ সেইসব অপ্রীতিকর ট্যাবলয়েডগুলির মধ্যে একটি ছিল না, যা কেবল তুচ্ছ সেলিব্রিটি কেলেঙ্কারিগুলি কভার করে। এটি একটি র্লজ্জ ট্যাবলয়েড যা এমন ঘটনাগুলিকে কভার করে যা একটি সমান্তরাল মহাবিশ্বে ঘটতে পারে।” এমনকি ‘উইকলি ওয়ার্ল্ড নিউজ’ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে Satire/Paradoy ট্যাগ খুঁজে পাওয়া যায়। ট্যাবলয়েডটির অনলাইন হাব www.weeklyworldnews.com কে বিশ্বের leading entertainment news site হিসেবে বর্ণনা করে। যদিও তারা নিজেদের পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবেও দাবি করে আসছে। তবে, ট্যাবলয়েড সাংবাদিকতা নির্ভরযোগ্য কোন মাধ্যম নয়। ট্যাবলয়েড সাংবাদিকতা মূলত ব্যাপকভাবে চাঞ্চল্যকর সাংবাদিকতার একটি জনপ্রিয় শৈলি যা সাধারণত নাটকীয় এবং কখনও কখনও যাচাই করা যায় না বা এমনকি নির্লজ্জভাবে মিথ্যা তথ্য পরিবেশন করে। সুপারমার্কেট ট্যাবলয়েডগুলি সংবাদের পরিবর্তে বিনোদনের দিকে বেশি মনোনিবেশ করে। উল্লেখ্য, “Weekly World News” ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সাল পর্যন্ত এটি প্রিন্ট ট্যাবলয়েড প্রকাশ করে। তবে ২০০৭ সালের আগস্ট মাস হতে এটি এর প্রিন্ট প্রকাশনা বন্ধ করতে বাধ্য হয়। পরবর্তীতে ২০১৯ সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ একটি অনলাইন এবং সোশ্যাল মিডিয়া প্রকাশনা হিসাবে পুনরায় চালু করা হয়। সুতরাং, ১৯৫৫ সালে নিখোঁজ হওয়া আমেরিকান বিমান প্যান অ্যাম ফ্লাইট-৯১৪ এর ৩৭ বছর পর পুনরায় ফিরে আসার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। [su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″] - Claim Review:১৯৫৫ সালে নিখোঁজ হওয়া একটি আমেরিকান বিমান ৩৭ বছর পর অর্থাৎ ১৯৯২ সালে পুনরায় ফিরে আসে - Claimed By: Facebook Posts - Fact Check: False [/su_box] তথ্যসূত্র 1. https://books.google.co.in/books?id=xO8DAAAAMBAJ&pg=PA1&dq=%22riddle+of+flight+914%22&hl=en&sa=X&ved=0ahUKEwiL_5WFwMPZAhXCgI8KHYjrBOkQ6AEIJjAA#v=onepage&q=%22flight%20914%22&f=false 2. https://books.google.com.bd/books?id=Ru4DAAAAMBAJ&pg=PA72&dq=plane+37+years&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q&f=false 3. https://books.google.com.bd/books?id=CPEDAAAAMBAJ&dq=plane+37+years&q=flight+914&redir_esc=y#v=snippet&q=flight%20914&f=false 4. https://www.youtube.com/watch?v=0AoJddnJ6SA 5. https://www.alamy.com/dc-4-aeroplane-with-twa-livery-image65374092.html?mid=41152&siteID=MRu_ISar6sQ-QFDPgyKKdtmBTMKeEegxMA&utm_source=LS&utm_medium=affiliate&utm_content=US 6. https://rosap.ntl.bts.gov/cbrowse?pid=dot%3A32931&parentId=dot%3A32931 7. https://www.panam.org/pan-am-eras 8. https://www.usatoday.com/story/tech/columnist/2016/12/02/we-hate-fake-news-but-we-loved-weekly-world-news/94698014/ 9. https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/08/06/AR2007080601293.html 10. https://instagram.com/weeklyworldnewsofficial 11. https://www.washingtonpost.com/archive/lifestyle/2001/10/09/weekly-world-news-satire-in-surreal-time/750ec842-4be2-4544-a90a-ab83de432161/ 12. https://www.researchgate.net/publication/233498513_Tabloid_journalism_and_the_public_sphere_A_historical_perspective_on_tabloid_journalism 13. https://www.bbc.co.uk/bitesize/guides/zc3nmnb/revision/2 12. https://www.reuters.com/article/us-americanmedia-tabloid/weekly-world-news-to-close-idUSN7O23037320070724
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software