schema:text
| - গত ৮ জুলাই দ্বিপক্ষীয় সফরে চীনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিন অর্থাৎ ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক বাতিল করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। শামসুল আলম নামে এক ব্যক্তি এ সংক্রান্ত দীর্ঘ একটি পোস্টের এক অংশে দাবি করেন, “আরেকটি সূত্র জানাচ্ছে, আগামীকাল চীনের প্রেসিডেন্টের শি জিন পিংয়ের সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে।”
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক বাতিল করেননি বরং আজ (১০ জুলাই) শি জিনপিংয়ের সাথে শেখ হাসিনার পূর্ব নির্ধারিত সময়েই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয় অনুসন্ধানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের কার্যক্রম ও সময়সূচি সম্পর্কে প্রকাশিত গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা যায়, ১০ জুলাই (আজ) চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা সময় নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেই এই বৈঠক বাতিলের কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি সফরের কোনো বৈঠক সূচীতেই পরিবর্তনের কথা জানা যায়নি। তবে মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী তার ফিরতি ফ্লাইটের সূচী ১১ জুলাইয়ের পরিবর্তে ১০ জুলাই রাতে পুনঃনির্ধারণ করা হয়েছে।
শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, আজ (১০ জুলাই) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ তাদের দুজনের মধ্যে পূর্ব নির্ধারিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ফেসবুকে এই বৈঠকের ছবি ও ভিডিও (১, ২) রয়েছে।
মূলত, ৮ জুলাই দ্বিপক্ষীয় সফরে চীন সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারিত ছিল। তবে শি জিনপিং বৈঠকটি বাতিল করেছেন শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শি জিনপিংয়ের সাথে পূর্বনির্ধারিত সময় ও স্থানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক বাতিল করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: চার দিনের সফরে চীনের পথে প্রধানমন্ত্রী
- Yeasin Kabir Joy: Facebook Post
- Rumor Scanner’s Own Research
|