schema:text
| - সম্প্রতি, বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Independent24.tv’ কে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে ‘প্রেমিকের সঙ্গে বিয়েতে নারাজ, পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হ*ত্যা’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
সোর্সবিহীন উক্ত দাবিতে ফেসবুক পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রেমিকের সঙ্গে বিয়েতে নারাজ, পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যার ঘটনাটি বাংলাদেশের নয় বরং, পাকিস্তানের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টটিতে উল্লেখিত ‘Independent24.tv’ সূত্র ধরে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে গত ০৮ অক্টোবর এ সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
গণমাধ্যমটির এই পোস্টের কমেন্টে দেওয়া এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনাটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের।
প্রতিবেদনটিতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, ‘মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না পরিবার। তাতেই ক্ষুব্ধ হয়ে পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা হত্যা করেছেন এক তরুণী। ভয়ংকর এই ঘটনা ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। গত ১৯ আগস্ট প্রদেশটির খয়েরপুরের কাছে হাইবত খান ব্রোহি নামে এক গ্রামে এই ঘটনা ঘটে। গত রোববার অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ।’
প্রতিবেদনটির শিরোনামে ঘটনাটির স্থানের নাম উল্লেখ না করায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদন না পড়েই তারা বিষয়টিকে বাংলাদেশের মনে করে বিভিন্ন মন্তব্য করেছেন।
পরবর্তীতে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ০৮ অক্টোবর ‘Upset at not being allowed to marry boyfriend, Pak girl poisons 13 family members’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশে খাবারে বিষ মেশানোর কারণে পরিবারের ১৩ সদস্যের মৃত্যুর পর এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৯ আগস্ট খায়েরপুরের কাছে হাইবাত খান ব্রোহি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। তার পরিবার তাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে না দেওয়ায় মেয়েটি রেগে যায়। এরপর সে তার প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের বিষ খাইয়ে হত্যা করে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘Dawn’ এর ওয়েবসাইটে গত ০৭ অক্টোবর ‘Man, woman held for poisoning 13 of her family to death in Khairpur’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, খাবারে বিষ মেশানোর কারণে (মনে করা হচ্ছে) একই পরিবারের ১৩ সদস্যের মৃত্যুর ঘটনাটি পাকিস্তানের।
সুতরাং, পাকিস্তানে প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজী না হওয়ায় পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যার ঘটনাকে বাংলাদেশে কোনো দেশের নাম উল্লেখ না করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- ইনডিপেনডেন্ট ওয়েবসাইট: প্রেমিকের সঙ্গে বিয়েতে নারাজ, পরিবারের ১৩ সদস্যকে বিষ খাইয়ে হত্যা
- India Today: Upset at not being allowed to marry boyfriend, Pak girl poisons 13 family members
- Dawn: Man, woman held for poisoning 13 of her family to death in Khairpur
- Rumor Scanner’s Own Analysis
|