schema:text
| - সম্প্রতি, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “বিজয়-৭১” হলের নাম বদলে নতুন নাম “বিজয় ২৪” রাখা হয়েছে দাবিতে ‘বিজয়-২৪ হল’ লিখিত একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
কোনো বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা ছাড়া ‘বিজয়-২৪ হল’ লিখিত উক্ত ব্যানারের ছবি সংযুক্ত করে বিজয়-৭১ নামের হলের নাম বদলে বিজয়-২৪ রাখা হয়েছে শীর্ষক দাবিতেও ফেসবুক দাবি প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ নামক হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ করা হয়নি। বরং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ রেখেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ নামক হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ রাখার দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে, প্রচারিত দাবিটিতে সংযুক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে campustime.press নামের একটি ফেসবুক পেজে গত ১৪ ডিসেম্বরে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়।
পোস্টটিতে সংযুক্ত দুইটি ছবির মধ্যে একটির সাথে প্রচারিত দাবিতে সংযুক্ত ছবিটির হুবহু সাদৃশ্য পাওয়া যায়। পোস্টটির সম্পর্কে ক্যাপশনে বলা হয়, “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম বদলে বিজয়-২৪ হল রেখেছেন শিক্ষার্থীরা।”
তাছাড়া, ঢাকা মেইলে “পবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘বিজয়-২৪ হল’” শীর্ষক শিরোনামে গত ১৩ ডিসেম্বরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনেও একই ঘটনার ভিন্ন একটি ছবির সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবিটির সাথেও আলোচিত দাবির সাথে সংযুক্ত ছবিটির সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। হলটির নতুন নামকরণ করা হয়েছে ‘বিজয়-২৪’। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুনভাবে বিজয়-২৪ হল’ এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম চ্যানেল২৪, দৈনিক ইনকিলাব, যায় যায় দিনসহ একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। জানা যায়, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহান গণমাধ্যমকে বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেনো জুলাইকে না ভুলি, সকল কাজ যেনো জুলাইয়ের চেতনায় করতে পারি তাই আমরা শিক্ষার্থীরা এই হলের নাম দিয়েছি বিজয়-২৪ হল”।
পাশাপাশি, গুগল ম্যাপে বিদ্যমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের (নাম পরিবর্তনের পূর্বে) গেটের সামনের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত হলের গেটের সামনের ছবির তুলনা করলে উভয়ের মধ্যে সাদৃশ্য পাওয়া যায়। উল্লেখ্য যে, গুগল ম্যাপে থাকা হলের গেটের ছবিটি ২০২৩ সালের।
অপরদিকে, গুগল ম্যাপে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের গেটের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত হলের গেটের ছবির তুলনা করলে উল্লেখযোগ্য বৈসাদৃশ্য পাওয়া যায়। এ বৈসাদৃশ্য নিশ্চিত করে যে, প্রচারিত ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের নয় বরং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের।
সুতরাং, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ করার ঘটনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ হলের নাম পরিবর্তন করে বিজয়-২৪ করা হয়েছে দাবিতে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Campustime.press – Facebook Post
- Dhaka Mail – পবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘বিজয়-২৪ হল’
- Channel24 – বঙ্গবন্ধু হলের নাম ফলক ভাঙলেন শিক্ষার্থীরা, নতুন নাম ‘বিজয়-২৪ হল’
- Jai Jai Din – পবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘বিজয় ২৪ হল’
- Google Maps – Banghabandhu Sheikh Mujibur Rahman Hall (BSMRH), PSTU
- Google Maps – Bijoy Ekattor Hall, DU
- Rumor Scanner’s own analysis
|