schema:text
| - সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’–এর ক্ষমতাবলে আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে, গভীর রাতে উত্তাল গোপালগঞ্জ, ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে গোপালগঞ্জ বাসী শীর্ষক দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভের কোনো দৃশ্যের নয় বরং, গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিওটিতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে দেখা যায়। কিন্তু গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগ করার পরবর্তী সময়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে প্রকাশ্যে দেখা যায়নি।
কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Md Mahfuz Hasan Nerob’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে ‘গভীর রাতে ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে ছাত্র জনতার স্লোগান শুনে পালিয়ে গেলো দুর্বৃত্তরা’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ধারণের স্থান, ভিডিওতে থাকা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং আশেপাশের লোকজনের পোশাকের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ভিডিও পোস্টের সময়কালের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গত ১৫ জুলাই গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন (১৫ জুলাই) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রড-বাঁশ-জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র হাতে বহিরাগতদের নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত, চূড়ান্ত-চূড়ান্ত’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে-ঘরে’, ‘হই হই রই রই, রাজাকারেরা/জামাত-শিবির গেলি কই’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে, সরকারি চাকরিতে কোটার সংস্কার নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফুঁসে ওঠেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন তারা। রাত দেড়টার দিকে অবস্থান কর্মসূচি পালন শেষে নিজ নিজ হলে ফিরে যান শিক্ষার্থীরা।
অর্থাৎ, এটি গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের দৃশ্য।
সুতরাং, গত জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলের ভিডিওকে সম্প্রতি ছাত্রলীগ নিষিদ্ধের প্রতিবাদে গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Md Mahfuz Hasan Nerob: Facebook Video
- ঢাকা পোস্ট: ঢাবিতে রড-বাঁশ-জিআই পাইপ হাতে ছাত্রলীগের মহড়া
- নৈনিক ইনকিলাব: ঢাবিতে রড-বাঁশ-জিআই পাইপ হাতে ছাত্রলীগের মহড়া
- Rumor Scanner’s Own Analysis
|