schema:text
| - সম্প্রতি, ‘ব্যারিষ্টার রুমিন ফারহানা মেডাম খুব অসুস্থ আপনারা সবাই উনার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করবেন আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে অসুস্থ নন বরং তিনি নিজেই তার সুস্থতার বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন এবং সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক ইস্যুতে তার মতামত সম্বলিত ভিডিও ইন্টারনেটে নিয়মিত প্রচারিত হচ্ছে। এছাড়া, তার অসুস্থতার দাবিতে প্রচারিত ছবিটিও প্রায় তিনমাস পূর্বের।
তথ্য যাচাই
সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার অসুস্থতার খবরটি গত ০৬ নভেম্বর (সোমবার) থেকে আজ এই প্রতিবেদন লেখা অবধি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়ে আসছে। তবে, দেশের রাজনৈতিক ইস্যুতে রুমিন ফারহানা’র নিয়মিত বক্তব্য প্রচার করা ইউটিউব চ্যানেল (Rumeen’s Voice) পর্যবেক্ষণ করে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপির অবরোধ, পোশাক শ্রমিকদের বিক্ষোভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের বিষয়েও রুমিন ফারহানা’র মতামত সম্বলিত ভিডিও প্রচার করা হয়েছে।
ছবি যাচাই
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিএনপি মিডিয়া সেল এর ভেরিফাইড ফেসবুক পেজে চলতি বছরের ১৫ আগষ্টে ‘অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা’ শীর্ষক শিরোনামে প্রচারিত পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
রুমিন ফারহানার অসুস্থতার বিষয়টি অধিকতর নিশ্চিতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিয়মিত টিভি টকশোতে অংশগ্রহণ করছেন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
এছাড়া, দেশীয় কোনো সংবাদমাধ্যমে এবং বিএনপির নির্ভরযোগ্য সূত্রের বরাতেও সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার অসুস্থতার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
মূলত, গত ১৫ আগস্ট বিএনপি’র মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারাহার অসুস্থ থাকাকালীন একটি ছবি প্রচার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ছবিটি প্রচার করে দাবি করা হচ্ছে, রুমিন ফারহানা বর্তমানে অসুস্থ। এছাড়া, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে সম্প্রতি ইন্টারনেটে রুমিন ফারহানার সুস্থ অবস্থার নিয়মিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন সময়ে রুমিন ফারহানাকে জড়িয়ে ইন্টারনেটে ভুল তথ্য প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
এমন কিছু প্রতিবেদন দেখুন –
- রুমিন ফারহানার প্রেসক্রিপশন দাবিতে দুই গণমাধ্যমের নকল ফটোকার্ডে ভুয়া তথ্য
- আরটিভি’র নকল ফটোকার্ডে রুমিন ফারহানার নামে ভুয়া তথ্য প্রচার
- মির্জা ফখরুল ও রিজভীকে নিয়ে রুমিন ফারহানার নামে বিকৃত মন্তব্য প্রচার
সুতরাং, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমানে অসুস্থ থাকার দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো।
তথ্যসূত্র
- Rumeen Farhana Youtube Channel : Rumeen’s Voice
- BNP Media Cell : Facebook Post
- Statement from : Rumeen Farhana
- Rumor Scanner’s Own Analysis
|