schema:text
| - Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
Claim
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১৭ সেকেন্ডের একটি ভিডিয়োতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছে যে, বিজেপি সরকার গঠিত হলে, এই অসাংবিধানিক এসসি, এসটি ও ওবিসিদের সংরক্ষণকে শেষ করে দেওয়া হবে। ভিডিয়োটা অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন। (আর্কাইভ লিঙ্ক)
Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমকে গুগল লেন্সের মাধ্যমে সার্চ করলে ২০২৩ সালের ২৩ এপ্রিল Hindustan Times-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যার হেডলাইন বা শিরোনাম ছিল- “‘Will end Muslim reservation in Telangana if BJP wins’: Amit Shah”। ওই প্রতিবেদনে অমিত শাহ ব্যবহৃত ছবিকে তাঁকে যে পোশাক পরে দেখতে পাওয়া যায়, সেই একই পোশাক ভাইরাল ভিডিয়োতেও দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, “রবিবার রাঙা রেড্ডির ছেভেল্লায় অনুষ্ঠিত বিজয় সংকল্প সভায় বক্তৃতা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” রিপোর্ট থেকেই আরও জানা যায় যে, ওই সভামঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করেছিলেন যে, বিজেপি তেলেঙ্গনায় ক্ষমতায় এলে মুসলিমদের জন্য সংরক্ষণ তুলে দেওয়া হবে।
এরপর ইউটিউবে “Vijay Sankalp Sabha,” “Chevella,” “Amit Shah” ও “reservation”-এর মতো রিওয়ার্ড সার্চ করলে, HW News English নামের একটি চ্যানেলে একই ধরনের একটি ভিডিয়ো খুঁজে পাওয়া যায়। ২০২৩ সালের ২৪ এপ্রিল প্রকাশিত ওই ভিডিয়োর ১ মিনিট ৩০ সেকেন্ডে সময়ে অমিত শাহকে বলতে শোনা যায়, “যদি বিজেপি সরকার গঠিত হয়, তাহলে আমরা অসাংবিধানিক মুসলিম সংরক্ষণ বন্ধ করে দেব। কারণ এটা এসসি, এসটি ও ওবিসিদের অধিকার এবং তাঁরা সেই অধিকার পাবে।”
অমিত শাহের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৩ এপ্রিল সভাটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল। ওই ভিডিয়োতেও শাহকে তেলেঙ্গনা থেকে মুসলিমদের সংরক্ষণ তুলে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা যায়। ভিডিয়োর ১৪ মিনিট ৩৫ সেকেন্ডে তিনি বলেন, “যদি বিজেপি সরকার গঠিত হয়, তাহলে আমরা অসাংবিধানিক মুসলিম সংরক্ষণ বন্ধ করে দেব। কারণ এটা এসসি, এসটি ও ওবিসিদের অধিকার এবং তাঁরা সেই অধিকার পাবে।”
ইউটিউব লাইভ ভিডিয়োতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের নড়াচড়া, অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তির সঙ্গে ভাইরাল ভিডিয়োর তুলনা করলে, এটা স্পষ্ট হয়ে যায় যে, অমিত শাহের আসল বক্তব্যকে কাটছাঁট করে ভাইরাল ভিডিয়োটি বানানো হয়েছে। যা শুনে মনে হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসসি, এসটি ও ওবিসি সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন।
এছাড়া, একাধিক সংবাদমাধ্যমেও এই খবরটি প্রকাশিত হয়েছিল, যখন রাঙা রেড্ডির ছেভেল্লায় অনুষ্ঠিত বিজয় সংকল্প সভা থেকে মুসলিম সংরক্ষণ বন্ধের কথা বলেছিলেন অমিত শাহ।
Conclusion
সুতরাং এখবন এটা স্পষ্ট যে অমিত শাহের ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত। এসসি, এসটি ও ওবিসি সংরক্ষণ বন্ধের কথা বলেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Tanujit Das
January 31, 2025
Tanujit Das
December 25, 2024
Tanujit Das
December 23, 2024
|