সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে গত ০৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি ট্রাম্প জেতায় বাংলাদেশে ফিরে এসেছেন শেখ হাসিনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার ভারত সফরে দিল্লি পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘ThePrint’ এর ইউটিউব চ্যানেলে গত ২১ জুন ‘Bangladesh PM Sheikh Hasina arrives in Delhi for a 2-day State visit to India’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দীর্ঘতম সংস্করণ খুঁজে পাওয়া যায়।
ভিডিও প্রতিবেদনটির ক্যাপশন এবং প্রকাশের সময়কাল থেকে জানা যায়, এটি গত জুন মাসে রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনার ভারতের দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দের ধারণকৃত ভিডিও।
উল্লেখ্য, গত ২১ জুন দুুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুতরাং, গত জুন মাসে শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছানোর পর বিমানবন্দরে ধারণকৃত ভিডিওকে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- ThePrint: Bangladesh PM Sheikh Hasina arrives in Delhi for a 2-day State visit to India
- Rumor Scanner’s Own Analysis