Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে অ্যালিজা কার্সন নামের তরুণীর মঙ্গল গ্রহে যাত্রার কথা বলা হয়েছে। পোস্টের সাথে ক্যাপশনে লেখা হয়েছে মঙ্গলগ্রহ থেকে ফিরে আসবে না জেনেও নিজেকে তৈরি করেছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। সব পরিস্থিতি ঠিকঠাক চললে হয়তো অ্যালিজাই হবে প্রথম মঙ্গল গ্রহে পাড়ি দেওয়া মানুষ। যেহেতু মঙ্গল গ্রহে একবার গেলে সে আর ফিরে আসতে পারবে না তাই নাসার তরফ থেকে একটি নিষেধাজ্ঞাপত্রতেও সাক্ষর করেছে যেখানে বলা হয়েছে বিয়ে বা সন্তান ধরণের মতো বিষয় থেকে বঞ্চিত থাকবে সে।
ফেসবুকে অনেকেই অ্যালিজা কার্সনের এই পোস্টটি শেয়ার করছে এটি না জেনেই যে এই পোস্টটির সত্যতা কতটা।
অ্যালিজা কার্সনকে নিয়ে করা এই দাবিগুলো পুরোপুরি সত্যি নয়। এই পোস্টে দেওয়া তথ্য পড়ে গুগলে অনুসদ্ধান চালানোর পর TeenVouge, The NextWeb এর ২০১৮ ও ২০১৯ সালের প্রতিবেদনে অ্যালিজার মঙ্গল গ্রহে যাওয়ার বিষয়ে কিছু তথ্য দেওয়া হয়েছে। মাত্র তিন বছর বয়েস থেকে The Backyardigans কার্টুন দেখার পর থেকে লালরঙের গ্রহ মঙ্গল গ্রহের প্রতি কৌতূহল জন্মায়। এরপর তার বাবা তাকে আলাবামার স্পেস ক্যাম্পে নিয়ে যায় যখন তার বয়স সাত ছিল। মাত্র বারো বছর বয়েসে নাসার আয়োজিত তিনটি স্পেস ক্যাম্পে গিয়ে মহাকাশ, গ্রহ, নক্ষত্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে যা অনুষ্ঠিত হয়েছিল কানাডা, আলাবামা ও তুরস্কে। অ্যালিজাই প্রথম মানুষ যে মাত্র ১২ বছর বয়সে এক সাথে নাসার স্পেস ক্যাম্পে গেছে।
অ্যালিজা সর্বকনিষ্ঠ যে অতি অল্প বয়সে Advance Space Academy থেকে স্নাতক হয়েছে এবং নাসার সাতটি স্পেস ক্যাম্পে অংশ গ্রহণ করেছে।আরো জানা যায় Final Frontier Space Suit Design প্রস্তুতকারক সংস্থা Privet Citizen Science Organization এর থেকে মঙ্গল গ্রহে যাওয়ার সমস্ত প্রশিক্ষণ তার নেওয়া হয়ে গেছে।
TeenVouge এর প্রকাশিত প্রতিবেদনটি পড়ার পর জানতে পারি এখনো পর্যন্ত নাসা থেকে এমন কোনো সিদ্ধান্ত নয়া হয়নি যা কিনা প্রমান করে যে মঙ্গল গ্রহে সর্বপ্রথম মানুষ হিসেবে নাসা অ্যালিজাকে প্রশিক্ষণ দিচ্ছে। যে সংস্থাটি অ্যালিজাকে প্রশিক্ষণ দিচ্ছে তারা এমন ভাবে তাকে তৈরী করছে, যাতে সঠিক সময়ে সে নিজেকে যোগ্য প্রমান করতে পারে। বার্ট কার্সন অ্যালিজার বাবা জানিয়েছে যদিও নাসা ১৮ বছরের নিচে কাউকে নভোশ্চর রূপে গ্রহণ করে না, তাই আমাদের অপেক্ষা করতে হবে এমন একটি মিশনের জন্য যেখানে বাচ্চাদের যাওয়ার নির্দেশ আছে. সব কিছু সঠিক ভাবে চললে ২০৩২-৩৩ নাসার তরফে মঙ্গল গ্রহ অভিযানে অ্যালিজা কার্সনকে দেখা যেতে পারে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অ্যালিজা কার্সনের মঙ্গল গ্রহ যাত্রা নিয়ে যে দাবিগুলো আনা হয়েছে তা পুরোপুরি সত্যি নয়। নাসা থেকে থেকে এখনো পর্যন্ত অ্যালিজা কার্সনকে কোনো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মঙ্গল গ্রহে পাঠানোর।
TeenVouge –https://www.teenvogue.com/story/alyssa-carson-astronaut-in-training-interview
Thenextweb-https://thenextweb.com/space/2019/07/26/meet-alyssa-carson-the-18-year-old-training-to-become-the-first-human-on-mars/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025