schema:text
| - ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ০৮ আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। পরবর্তীতে, বিভিন্ন অভিযোগে রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্যসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রেক্ষিতে আওয়ামী সরকারের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবি ছড়িয়ে পড়েছে। ‘আ’ট’ক কন্ঠ শিল্পী মমতাজ’’ শীর্ষক শিরোনামে যমুনা টেলিভিশন এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছে দাবিতে যমুনা টিভি বা অন্য কোনো গণমাধ্যম এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বরং, মমতাজকে গ্রেফতারের কোনো সংবাদ গণমাধ্যমে আসেনি।
অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে ফটোকার্ডটিতে যমুনা টিভির লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৮ আগস্ট, ২০২৪ উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্রে যমুনা টিভি‘র ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডের সাথে যমুনা টিভির পেজে প্রচারিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের মিল থাকলেও আলোচিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে যমুনা টিভির সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রচারিত ফটোকার্ডের পার্থক্য পরিলক্ষিত হয়।
এছাড়াও, গত ১৯ আগস্ট যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক পোস্টে ‘আ’ট’ক কন্ঠ শিল্পী মমতাজ’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বলে জানানো হয়েছে।
তাছাড়া, অন্যান্য গণমাধ্যমেও মমতাজের গ্রেফতার দাবিতে কোনো সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, কন্ঠশিল্পী মমতাজ গ্রেফতার শীর্ষক দাবিটি ভুয়া এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television: Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|