About: http://data.cimple.eu/claim-review/3511cc4af5aaa844f74abbb202e76036e099216867e595d634afbc22     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়ার ফুটবলার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষে পায়ে গুরুতর আঘাত পায় আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ ঘটনায় ডাগআউটে ফিরে মেসিকে অঝোরে কাঁদতে দেশে বিশ্ববাসী। এর প্রেক্ষিতে সম্প্রতি, মেসির কান্নার ছবি ধারণ করতে গিয়ে একজন ফটোগ্রাফার কান্নায় ভেঙে পড়েন দাবিতে ফটোগ্রাফারের কান্নার ছবি সংযুক্ত একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফটোগ্রাফারের কান্নার এই ছবিটি এবারের কোপা আমেরিকা ফাইনালে মেসির ইঞ্জুরির পর ধারণ করা হয়নি। প্রকৃতপক্ষে, ফটোগ্রাফারের কান্নার এই ছবিটি ২০১৯ সালে এএফসি এশিয়া কাপ চলাকালীন ধারণ করা হয়। দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ২০১৯ সালের ২৪ জানুয়ারি এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা Asian Football Confederation (AFC) এর AFC Asian Cup এর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) একাউন্টে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটির শিরোনাম থেকে জানা যায়, ছবিটিতে থাকা ফটোগ্রাফার একজন ইরাকি। তাঁর এই ছবিটি তোলা হয়েছিল ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের “Round Of 16” কাতার বনাম ইরাকের ম্যাচ চলাকালীন সময়ে। পাশাপাশি আরব আমিরাতের খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট Sports360 Arabiya এর এক্স (সাবেক টুইটার) একাউন্টে একই বছরের ২৫ জানুয়ারি ‘مصور عراقي يبكي أثناء تأدية عمله وهو يشاهد خروج منتخب بلاده من كأس آسيا. শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি বার্তা খুঁজে পাওয়া যায়। আরবি ভাষায় প্রদত্ত বার্তাটির শিরোনাম ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, ছবিতে থাকা এই ইরাকি ফটোগ্রাফার এশিয়ান কাপ থেকে তার দেশের বিদায়ে কান্না করছিলেন। উপরোক্ত তথ্যের সূত্র ধরে বিষয়টির অধিকতর সত্যতা নিশ্চিতে খেলাধুলা ভিত্তিক গণমাধ্যম ESPN এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারি এএফসি এশিয়া কাপের রাউন্ড অব ১৬ এর খেলায় ইরাক বনাম কাতারের ম্যাচে প্রতিপক্ষ ইরাককে ১-০ গোলে পরাজিত করে কাতার। এছাড়া Teller Report নামের একটি ওয়েবসাইটে ২০১৯ সালের ২৫ জানুয়ারি ‘An Iraqi photographer hides his grief with his lens‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, কান্নারত ফটোগ্রাফারের নাম মুহাম্মেদ আল আজ্জায়ী। তিনি ইরাক ফুটবল ফেডারেশনের ফটোগ্রাফার। অর্থাৎ, ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপ চলাকালীন তোলা একজন ইরানী ফটোগ্রাফারের ছবিকে এবারের কোপা আমেরিকা আসরের ফাইনাল ম্যাচের সময় ধারণ করা ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। মূলত, এবারের কোপা আমেরিকা আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের ফুটবলার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষে ডান পায়ে গুরুতর আঘাত পান লিওনেল মেসি। দলের চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসায় উঠে দাড়ালেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে হঠাৎ ব্যথায় কাতর হয়ে মাঠে বসে পড়েন তিনি। এর মিনিট দুয়েক পর তাকে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামানো হয়। ফাইনাল ম্যাচে এমন ভয়াবহ ইঞ্জুরির ঘটনায় ডাগআউটে ফিরেই অঝোরে কান্না করেন মেসি। মেসির এই কান্নার ছবি ধারণ করতে গিয়ে একজন ফটোগ্রাফার কান্নায় ভেঙে পড়েন দাবিতে ফটোগ্রাফারের কান্নার ছবি সংযুক্ত একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০১৯ সালের ২২ জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের ‘রাউন্ড অব ১৬’ ম্যাচে কাতারের কাছে ১-০ গোলে হেরে যায় ইরাক। এই ম্যাচের সময় মাঠে উপস্থিত ইরাক ফুটবল ফেডারেশনের ফটোগ্রাফার Mohammeed al-Azzawi নিজ ক্যামেরা সহ কান্নায় ভেঙে পড়েন। এটি সেই সময়কার দৃশ্য। উল্লেখ্য, পূর্বেও একই ছবি ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার করা হলে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। প্রতিবেদন পড়ুন- - ফটোগ্রাফারের কান্নার এই ছবিটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপালের হারের সময়ের নয় - ফটোগ্রাফারের কান্নার ছবিটি নেইমারের ছবি তোলার সময়ের নয় - ফটোগ্রাফারের কান্নার ছবিটি মেসির প্রেস কনফারেন্সের নয় - ফটোগ্রাফারের কান্নার এই ছবিটি অযোধ্যার রামমন্দিরে রামলালার মূর্তির ভিডিওকালের মুহূর্তের নয় সুতরাং, কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে মেসির ইঞ্জুরির কারণে কান্নায় ভেঙে পড়ার ছবি ধারণ করতে গিয়ে ফটোগ্রাফারের কান্না করার ছবি দাবিতে ২০১৯ সালের সংযুক্ত আরব আমিরাতে এএফপি এশিয়ান কাপ চলাকালে ধারণকৃত একটি ছবি প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। তথ্যসূত্র - AFC Asian Cup – X Account - Sports360 Arabiya – X Account - ESPN – Website - Teller Report- An Iraqi photographer hides his grief with his lens - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software