schema:text
| - সম্প্রতি, “৩৬ই জুলাই হবে বিজয় দিবস: আসিফ নজরুল, আইন উপদেষ্টা” শীর্ষক শিরোনামে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘৩৬ই জুলাই হবে বিজয় দিবস: আসিফ নজরুল, আইন উপদেষ্ট’ শীর্ষক শিরোনামে যমুনা টিভি কিংবা অন্য কোনো গণমাধ্যম ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজিটাল নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে যমুনা টিভির লোগো রয়েছে।
লোগোর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি যমুনা টিভি’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ১৮ অক্টোবর আলোচিত ফটোকার্ডটি গুজব উল্লেখ করে যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ‘৩৬ই জুলাই হবে বিজয় দিবস: আসিফ নজরুল, আইন উপদেষ্টা’ শীর্ষক দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|