schema:text
| - Authors
Claim
মশাল হাতে ভারতে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদিচ্য়ুত করার আন্দোলন।
Fact
ভাইরাল পোস্টকার্ডের ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৬ অগাস্ট Ananda Bazar-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। যে প্রতিবেদনের শিরোনাম ছিল, “শুক্র থেকে শুক্র, এক সপ্তাহে কোন দিকে গড়াল আরজি কর-কাণ্ড? কতটা এগোল তদন্ত? দেখে নিন এক নজরে”। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে, ছবিটি কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত। ওই ঘটনার ফলে শহরজুড়ে যে আন্দোলনের ঢল নেমেছিল, তার সঙ্গে ছবিটির যোগ রয়েছে।
আরও সার্চ করলে দেখা যায় যে, Times of India, New Indian Express ও News18-এর ওয়েবসাইটেও, আরজি কর কাণ্ডের জেরে তৈরি হওয়া প্রতিবাদ মিছিলের ঘটনার সঙ্গে ছবিটি প্রকাশ করা হয়েছিল।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ছবিটির সঙ্গে মোদি-বিরোধী আন্দোলনের কোনও যোগ নেই। সেটি আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত।
Result: Missing Context
Sources
Report by Ananda Bazar, Dated August 16, 2024
Report by Times of India, Dated August 16, 2024
Report by New Indian Express, Dated August 16, 2024
Report by News18, Dated August 16, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
|