সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশকিছু জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সপ্তাহ গড়িয়ে আসলেও এখনও অনেক এলাকার মানুষ পানিবন্দী৷ এসব এলাকায় খাবার সংকটসহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এসবের প্রেক্ষিতে ত্রাণ সহায়তা কার্যক্রম চালাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও তার অফিশিয়াল ফেসবুক পেজে ত্রাণ সহায়তার জন্য একটি ব্যাংক হিসাব নাম্বার দিয়েছেন। ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ নামের এই হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় ০১০৭৩৩৩০০৪০৯৩ এই হিসাব নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে। যে পোস্টে এই বিষয়টি বলা হয়েছে সেটিসহ পরবর্তী বিভিন্ন পোস্টে প্রধান উপদেষ্টার নামে খোলা আরো দুইটি পেজ থেকে কমেন্ট করে দাবি করা হচ্ছে, “সকলের অনুরোধের ভিত্তিতে মোবাইল ব্যাংকিং বিকাশ এবং নগদ চালু করা হয়েছে। বিকাশ পারসোনাল নাম্বার 01863945552, নগদ পারসোনাল নাম্বার 01863945552।”
অ্যাকাউন্ট দুইটির লিংক এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার নামে যে ফেসবুক পেজ দুইটি থেকে বন্যার্তদের জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে তা তার আসল পেজ নয় বরং আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া নাম্বারের মাধ্যমে এই অর্থ সহায়তা চাওয়া হচ্ছে।
অনুসন্ধানে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে যে দুইটি অ্যাকাউন্টের কমেন্ট পাওয়া গেছে সেগুলোর নাম (Cheif Adviser GOB) এবং প্রোফাইলের ছবি একই। এই অ্যাকাউন্ট দুইটির নামের বানানে চিফ (Chief) শব্দটিও ভুল। পেজ দুইটিই খোলা হয়েছে ২৫ আগস্ট। এদের মধ্যে একটির ফলোয়ার সংখ্যা একজন, আরেকটির দুইজন। তবে আলাদা করে বোঝার উপায় নেই যে দুইটি আলাদা পেজ এগুলো। লিংকের ইউআরএল যাচাই করলেই শুধু তা বোঝা সম্ভব।
অন্যদিকে প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজটির নাম Chief Adviser GOB (Head of the Government)। এই পেজটি খোলা হয় গত ১৪ আগস্ট। বর্তমানে এক লক্ষাধিক ফলোয়ার থাকা পেজটি থেকে নিয়মিত ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন কর্মকান্ডের হালনাগাদ তথ্য ও ছবি প্রকাশ করা হয়।
ভুয়া পেজ দুইটি বিকাশ এবং নগদে অর্থ সহায়তা চেয়ে যে নম্বরটি (01863945552) ব্যবহার করছে তা ট্রু কলারে যাচাই করে ফ্রড বা প্রতারক হিসেবে চিহ্নিত অবস্থায় পাওয়া গেছে। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই। একাধিকবার চেষ্টা করেও নাম্বারটিতে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে৷
এই নাম্বারটি প্রতারকদের হলেও বিকাশের অ্যাপের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। তবে এটির জন্য আলাদা করে কোনো প্রচারণা চালানো হয়নি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে।
সুতরাং, প্রধান উপদেষ্টার নামে পরিচালিত যে ফেসবুক পেজগুলো থেকে বন্যার্তদের জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে সেই পেজগুলো ভুয়া এবং মোবাইল নাম্বারটি প্রতারক চক্রের।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis