schema:text
| - সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ শেষ হওয়ায় বাংলাদেশ দল ছেড়ে তিনি ভিন্ন কোনো দলের দায়িত্ব সামলাতে যাচ্ছেন মর্মে গণমাধ্যমে নানা সংবাদ প্রচার হচ্ছে। একইসাথে বিসিবি তাকে লম্বা সময়ের জন্য রাখতে আগ্রহী তাও শোনা যাচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, বাংলাদেশ টিমকে উদ্দেশ্য করে মুশতাক আহমেদ বলেছেন, “এরকম ফালতু টিমের সাথে আমি আর এক মূহুর্তও থাকবো না'”।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের মতো ফালতু টিমের সাথে এক মুহূর্তও থাকবো না শীর্ষক কোনো মন্তব্য মুশতাক আহমেদ করেননি। বরং, কোনোরকম বিশ্বস্ত তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
“Loose Talk বাংলা” নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটির ক্যাপশনে লিখা হয়েছে, “এভাবেই বাংলাদেশ টাইগারদের বুড়ো আঙ্গুল দেখালেন মুশতাক”। কিন্তু, উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। আলোচিত উক্ত পেজটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, পেজটি মূলত হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকে। তারা এর আগেও আরো নানা আলোচিত বা জনপ্রিয় ব্যক্তিবর্গদের সম্পর্কে হাস্যরসাত্মক বা ব্যাঙ্গাত্মক পোস্ট করেছে।
অতঃপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মুশতাক আহমেদের এমন কোনো মন্তব্য করার স্বপক্ষে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তাছাড়া, মুশতাক আহমেদকে লম্বা সময়ের জন্য বিসিবি পেতে চায় মর্মেও সম্প্রতি সংবাদ প্রচারিত হচ্ছে। বাংলাদেশ দলকে কটাক্ষ করে মুশতাক আহমেদ এরকম কোনো মন্তব্য করে থাকলে, তার সাথে লম্বা সময়ের জন্য চুক্তি করতে বিসিবির এমন আগ্রহ থাকা সাংঘর্ষিক।
মূলত, সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়েছে পাকিস্তানি সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদের। বাংলাদেশ দল ছেড়ে অন্য দলের দায়িত্ব নিয়েছেন মুশতাক, এমন সংবাদও প্রচারিত হচ্ছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্দেশ্য করে মুশতাক আহমেদ বলেছেন, “এরকম ফালতু টিমের সাথে আমি আর এক মূহুর্তও থাকবো না।” কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুশতাক আহমেদ এমন কোনো মন্তব্য করেননি৷ বরং, মূলত হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক কনটেন্ট পোস্টকারী একটি পেজ থেকে কোনোরকম বিশ্বস্ত তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত দাবিটি সর্বপ্রথম প্রচার করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্দেশ্য করে মুশতাক আহমেদ বলেছেন, “এরকম ফালতু টিমের সাথে আমি আর এক মূহুর্তও থাকবো না” শীর্ষক দাবিটি ভিত্তিহীন এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tribune – চুক্তি নবায়ন করছেন না মুশতাক
- Rumor Scanner’s own analysis
|