Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Viral
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত অভিনেতা আমির খান(Amir Khan) চর্চার কারণ হয়ে উঠেছেন। চর্চার মূল বিষয় হলো ওনার বাড়ির এক হিন্দু পরিচারকের সাথে ওনার কন্যা ইরা খানের(Ira Khan) সম্পর্ক রয়েছে বলে দাবি করা হয়েছে। ফেসবুক, টুইটারে রীতি মতো ভাইরাল হয়েছে দুজনের ছবি ইরা(Ira Khan) ও ওনার পুরুষ বন্ধুকে দেখা যাচ্ছে যাকে বাড়ির পরিচারক বলা হচ্ছে।
আমির খান (Amir Khan)নাকি হিন্দুদের অপমানিত করার উদ্দেশ্যে বাড়িতে হিন্দু পরিচারক রেখেছেন এবং সেই এক পরিচারকের সাথেই ওনার মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে। ছবিতে ইরা(Ira Khan) ও ওনার পাশে দাঁড়ানো পুরুষ বন্ধুটিকে হাসি মুখে দেখা যাচ্ছে।
টুইটারে শেয়ার হওয়া এই পোস্টের কিছু লিংক আমরা দিলাম –
আমির খানের(Amir Khan) কন্যা ইরা খানের(Ira Khan)সাথে যে ব্যক্তিকে ছবিতে দেখা যাচ্ছে ওনার নাম নূপুর শিখড়ে(Nupur Shikhare), যিনি প্রকৃতপক্ষে একজন ফিটনেস প্রশিক্ষক।সোশ্যাল সাইটে ইরা (Ira Khan) ও নূপুরকে (Nupur Shikhare) নিয়ে করা দাবি একেবারেই ভুল।তাদের একসাথে বেশ কিছু ছবি আমরা পেয়েছি ইনস্টাগ্রাম থেকে।
বলিউডের তারকাদের প্রশিক্ষণ দেয়ার জন্য বেশ জনপ্রিয় নূপুর(Nupur Shikhare)। ইন্সটাগ্রামে তার পনেরো হাজার ছয়শোর মতো ফলোয়ার্স রয়েছে। নূপুরের(Nupur Shikhare) ইনস্টাগ্রাম থেকে ইরা খানের(Ira Khan) সাথে তোলা ছবি দেখি। ১৪ই ফেব্রুয়ারিতে বান্ধবীর সাথে ভ্যালেন্টাইন্সডে উপলক্ষে ছবি পোস্ট করেছেন।
India Today, PinkVilla, Hindustan Times এর প্রকাশিত রিপোর্ট অনুসারে করোনার জন্য সারা ভারতে লকডাউনের সময় একে অপরের প্রেমে পড়েন। ফিটনেসের প্রশিক্ষণের মধ্যে দিয়ে ইরার(Ira Khan) সাথে নূপুরের (Nupur Shikhare) সম্পর্ক ঘনিষ্ঠ হয়। ২০২০ সালের দীপাবলিতে একসাথে দুজনকে দেখা যায়। এই বছরের ভ্যালেন্টাইন্সডের আগে নিজের সম্পর্কের কথা স্বীকার করেন আমির কন্যা ইনস্টাগ্রামে নূপুরের(Nupur Shikhare) সাথে ছবি পোস্টের মাধ্যমে। V-day র আগে promise day তে ইরা (Ira Khan) নিজের প্রিয়জনের ছবি দেওয়ার সাথে সাথে নিজের ভালোবাসার কথা জানান।
নূপুর শিখড়ে(Nupur Shikhare) শুধু ইরা খানকেই(Ira Khan) প্রশিক্ষণ দেননি, আমির খান(Amir Khan), সুস্মিতা সেনকেও(Sushmita sen) ফিটনেস প্রশিক্ষণ দেয়ার কথা জানা যায় নূপুরের (Nupur Shikhare)ইনস্টাগ্রাম থেকে। তিনি একাধারে যেমন ফিটনেস প্রশিক্ষক তেমনি ভালো নাচেন ও। ওনার ইন্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নাচের কিছু ভিডিও তা প্রমান দেয়।
ফেসবুক ও টুইটারে আমির খানের(Amir Khan) মেয়ে ইরা খানের(Ira Khan) সাথে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যেখানে এই ব্যক্তিকে ইরার(Ira Khan) বাড়ির পরিচারক বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যক্তির নাম নূপুর শিখড়ে(nupur Shikhare) যে আসলে ইরার(Ira Khan) ফিটনেস প্রশিক্ষক। লকডাউনের মধ্যে তারা একে অপরের সাথে সম্পর্কে জড়ান বলে দুজনেই স্বীকার করেছেন। নূপুরকে(Nupur Shikhare) নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুল।
Nupur Shikhare Instagram profile- https://www.instagram.com/p/CLQyPL0pMjd/
Ira Khan Instagram profile- https://www.instagram.com/p/CLJwGAxAhNv/
India Today- https://www.indiatoday.in/movies/celebrities/story/who-is-nupur-shikhare-ira-khan-s-valentine-1768517-2021-02-12
PinkVilla-https://www.pinkvilla.com/entertainment/exclusives/exclusive-ira-khan-finds-love-aamir-khans-fitness-coach-nupur-shikhare-during-lockdown-577275
Hindustan Times- https://www.hindustantimes.com/entertainment/bollywood/aamir-khan-s-daughter-ira-confirms-relationship-with-fitness-trainer-nupur-shikare-see-adorable-photos-101613050829166.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Paromita Das
November 29, 2024
Paromita Das
August 24, 2024
Runjay Kumar
March 19, 2024