schema:text
| - সম্প্রতি, শীর্ষ সন্ত্রাসীদের মতোন ফোন নাম্বার বদলায়-তারেক শীর্ষক তথ্য বা মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
যা দাবি করা হচ্ছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শীর্ষ সন্ত্রাসীদের মতোন ফোন নাম্বার বদলায় তারেক। তারেক রহমানের কোন নির্দিষ্ট নাম্বার নেই। একেক নাম্বারে একেকজনকে ফোন করেন। সাধারণ মানুষের যেমন একটি নির্দিষ্ট নাম্বার থাকে তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায় কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে ব্যাপারটি দাউদ ইব্রাহীম বা অন্যান্য শীর্ষ সন্ত্রাসীদের মতো।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ‘শীর্ষ সন্ত্রাসীদের মতো ফোন নাম্বার বদলায়-তারেক’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ছড়ানো উক্ত মন্তব্যের অস্তিত্ব কোনো গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
তবে অনলাইন পোর্টাল বিডিনিউজ২৪ এ ২৪ অক্টোবরে “কোনো কিছুই মহাসমাবেশ আটকাতে পারবে না: ফখরুল” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ নিয়ে কথা বলেন। তিনি বলেন, কোনো কিছুই ২৮ অক্টোবরের ঢাকায় বিএনপির মহাসমাবেশকে আটকে রাখতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আপনারা যখন লিখবেন… কোনো কিছুই আটকে রাখতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি যত কিছুই করুক, আমাদেরকে, রাস্তার মানুষকে তাদের দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুতে আটকে রাখতে পারবে না।
বিএনপি মহাসচিব বলেন, “আপনি গ্রেপ্তার বলেন, মামলা বলেন, রাত্রিবেলা আদালতে মামলা পরিচালনা বলেন, কোনোটাই আটকে রাখতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এবারকার আন্দোলন ফলাফলের দিকে যাচ্ছে এবং জনগণের বিজয় অনিবার্য।”
পরবর্তীতে, জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ২৭ অক্টোবর “মহাসমাবেশের অনুমতি নিয়ে ‘শেষ পর্যন্ত দেখতে’ চান মির্জা ফখরুল” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ অক্টোবরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি মহাসমাবেশ করতে পারার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তাঁরা শেষ পর্যন্ত দেখবেন। এরপর তাঁদের সিদ্ধান্ত জানাবেন।
নয়াপল্টনে পুলিশ অনুমতি না দিলে বিকল্প কিছু ভাববে কি না বিএনপি এমন প্রশ্নের জবাবে মহাসমাবেশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বলেছি, আমরা নয়াপল্টনে করতে চাই। চিঠি দিয়েছি মৌখিকভাবেও বলে দিয়েছি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমরা সফলতার সঙ্গে করেছি। এত কিছুর পরও। এর আগেও রেইড হয়েছে। এর আগেও মারপিট করেছে। মেরে ফেলেছে গুলি করে। তারপরও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু সরিনি। আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটাতে চাই।’
মির্জা ফখরুল আরও বলেন, তারা যদি কোনো রকমের বাড়াবাড়ি করে অত্যাচার নির্যাতন করে তার দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকে বহন করতে হবে। পরিণতি যেটা হবে তার দায়দায়িত্ব তাদের। বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছে, করবে।
উক্ত গণমাধ্যমসহ অন্যান্য গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যে তারেক রহমানকে নিয়ে “শীর্ষ সন্ত্রাসীদের মতো ফোন নাম্বার বদলায়-তারেক” শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবিরে’র সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টিকে মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
মূলত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘শীর্ষ সন্ত্রাসীদের মতো ফোন নাম্বার বদলায়-তারেক’ শীর্ষক কোনো মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার অনুসন্ধানে, কোনো নির্ভরযোগ্য মাধ্যমে উক্ত মন্তব্যটির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির বিষয়টিকে মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) আটক করে।
প্রসঙ্গত, পূর্বে কালবেলা’র নকল ফটোকার্ডে তারেক রহমান ও মির্জা ফখরুলকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যনার।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রচারিত ‘শীর্ষ সন্ত্রাসীদের মতো ফোন নাম্বার বদলায়-তারেক’ শীর্ষক মন্তব্যটি ভুয়া।
তথ্যসূত্র
- Bdnews24 – কোনো কিছুই মহাসমাবেশ আটকাতে পারবে না: ফখরুল
- Prothom Alo – মহাসমাবেশের অনুমতি নিয়ে ‘শেষ পর্যন্ত দেখতে’ চান মির্জা ফখরুল
- Statement from Shairul Kabir
|