schema:text
| - Authors
Claim: কুম্ভমেলাগমী ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে।
Fact: ট্রেমের কামরায় আগুন লাগানোর ভিডিয়োটির সঙ্গে কুম্ভমেলার কোনও যোগ নেই। ভিডিয়োটি অন্তত দু’বছর পুরনো।
ফেসবুকে Gomati Express নামের একটি পেজে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে যে, কুম্ভমেলা নিয়ে বড়সড় যড়যন্ত্র হচ্ছে। মেলাগমী ট্রেনে হামলা করছে দুষ্কৃতিরা এবং ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে। ভিডিয়োটির একটি ক্লিপে দেখা যাচ্ছে, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেমে হামলা করছে অজ্ঞাত পরিচয়ের কিছু মানুষ এবং অপর ক্লিপটিতে দেখা যাচ্ছে, ট্রেমের সিটে বসে কাগজে আগুন লাগাচ্ছে কয়েকজন যুবক।
Fact Check/ Verifoication
প্রথম ক্লিপটির কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২৮ জানুয়ারি একই ফ্রেম-সহ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল News18। ওই প্রতিবেদন থেকে জানা যায় যে, মধ্য়প্রদেশের হরপালপুর স্টেশনে ঝাঁসি থেকে প্রয়াগরাজগামী ট্রেনে হামলা করেছিল একদল উত্তেজিত যাত্রী। তাঁদের অভিযোগ ছিল, ট্রেনের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখা হয়েছিল। ফলে তাঁরা ট্রেনে উঠতে পারছিলেন না। সেজন্য স্টেশনে অপেক্ষারত যাত্রীরা, ট্রেনের কামরার দরজা ও জানলার কাঁচ ভেঙে দিয়েছিলেন।
অর্থাৎ এখান থেকে স্পষ্ট হয় যে, প্রথম ভিডিয়োর দাবিটি সত্যি। কুম্ভমেলাগামী ট্রেনে হামলা হয়েছে।
এরপর দ্বিতীয় ভাইরাল ক্লিপের কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, रेलवे सुरक्षा बल RPF (রেলওয়ে সুরক্ষা বল RPF) নামের একটি ফেসবুক পেজ ২০২২ সালের ২৫ সেটি পোস্ট করা হয়েছিল এবং পোস্টের ক্যাপশনে লেখা ছিল হয়েছে যে, ভিডিয়োটি ১৭ জুন, সেকেন্দ্রাবাদ স্টেশনে ঘটে যাওয়া একটি ঘটনার। এর থেকে এটা স্পষ্ট যে, দ্বিতীয় ক্লিপটি দুই বছরেরও বেশি পুরনো।
এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, ২০২২ সালের ২৫ জুন Aaj Tak ওয়েবসাইটে প্রকাশিত ওই ঘটনার একটি প্রতিবেদনে পাওয়া যায়। যেখানে বলা হয়েছিল যে, ঘটনাটি ১৭ জুন, ২০২২-এ সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে ঘটেছিল। অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। বিক্ষোভকারীদের পুলিশ গ্রেফতার করেছিল।
ইন্ডিয়া টিভি ও অমর উজালাও একই বিষয়ে, একই ছবি-সহ খবর প্রকাশ করেছিল ।
RPF ইন্ডিয়ার অফিসিয়াল এক্স হ্যান্ডেলের একটি পোস্ট পাওয়া যায়। ২৪ জুন, ২০২২-এ, করা ওই পোস্টে লেখা ছিল, “এই ভিডিয়োটি ১৭ জুন, সেকেন্দ্রাবাদ স্টেশনের। ভিডিয়োতে থাকা ব্যক্তিদের নাম সন্তোষ এবং প্রুদভি। আইপিসি, পিডিপিপি আইন এবং রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় নথিভুক্ত ফৌজদারি মামলায় ৬০ জনকে গ্রেফতার করেছে আরপিএফ/জিআরপি।”
Conclusion
সুতরাং ট্রেমের কামরায় আগুন লাগানোর ভিডিয়োটির সঙ্গে কুম্ভমেলার কোনও যোগ নেই। ভিডিয়োটি অন্তত দু’বছর পুরনো।
Result: Partly False
Sources
Facebook post by रेलवे सुरक्षा बल RPF on 24th June 2022.
X post by RPF INDIA on 24th June 2022.
Report published by Aaj Tak on 25th June 2022.
Report published by Amar Ujala on 25th June 2022.
Report published by Amar Ujala on 24th June 2022.
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।এটি তামিলনাড়ুর একটি হাইস্কুলে এক মুসলিম তরুণীকে হিন্দু তরুণের ছুরিকাঘাতের ফুটেজ।
|