schema:text
| - সম্প্রতি ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্ধকোটির বেশি। সরকারী হিসেবে এখন পর্যন্ত ৫৪ জন মানুষের মৃত্যুর তথ্য জানা গেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, “দাগনভূঞার মাতুভূঞা ব্রীজের নীচে অর্ধগলিত ১০টি লাশ স্রোতের টানে ভেসে এসেছে !”
উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজের নিচে অর্ধগলিত ১০টি লাশ পাওয়ার দাবিটি সত্য নয়, বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচারিত হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো বিশ্বস্ত তথ্যপ্রমাণের (ছবি, ভিডিও) উল্লেখ পাওয়া যায়নি।
অতঃপর, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির স্বপক্ষে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে নিশ্চিত হতে দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশিমের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি আমাদেরকে নিশ্চিত করেন, ব্রিজের নিচে আলোচিত দাবির মতো অর্ধগলিত কোনো লাশ পাওয়া যায়নি। তবে, ব্রিজের নিচে মুরগির লাশ পাওয়া গিয়েছে।
এ বিষয়ে মাতুভূঞা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেনের সাথেও কথা হয়েছে আমাদের। তিনিও দাবিটি মিথ্যা বলেই আমাদের নিশ্চিত করেন। তিনি জানান, এরকম কোনো লাশ পাওয়া যায়নি। দাবিটি গুজব।
এছাড়া, ৯ নং ওয়ার্ডের সদস্য ইমাম হোসেন জানান, মাতুভূঞা ব্রিজের নিচে লাশ পাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে তিনি কোনো তথ্যপ্রমাণ পাননি।
সুতরাং, ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ব্রিজের নিচে অর্ধগলিত ১০টি লাশ পাওয়ার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement of Abul Hashim, Officer In Charge, Dagonbhuiyan Thana
- Abul Hossen, 02 No. Ward Member, Matubhuiyan Union Parishad
- Imam Hossen, 09 No. Ward Member, Matubhuiyan Union Parishad
- Rumor Scanner’s own analysis
|