Authors
Claim
মহাকুম্ভ মেলায় এসে স্নান করেছেন WWE খ্যাত কুস্তিগির জন সিনা ও বক লেসনার এবং তাঁরা রামচন্দ্রের ধ্বজা নিয়ে ছবি পোস্ট করছেন।
Fact
ভাইরাল দাবিটির তদন্ত করার জন্য, আমরা গুগলে ‘John Cena Brock Lesnar Mahakumbh’ লিখে কিওয়ার্ড সার্চ করি। তবে মহাকুম্ভে তাঁদের অংশগ্রহণের কোনও নির্ভরযোগ্য প্রতিবেদন পাওয়া যায়নি।
এরপর, আমরা জন সিনার অফিসিয়াল ইনস্টাগ্রাম এবং এক্স অ্যাকাউন্ট খুঁজে দেখি এবং ব্রক লেসনারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলও দেখি। কিন্তু সেখানেও মহাকুম্ভে সংক্রান্ত কোনও পোস্ট দেখতে পাইনি।
এরপর Is It AI এবং Sightengine AI নামের দুটো টুলের সাহায্যে আমরা কোলাজের ছবিগুলোর পরীক্ষা করি এবং তদন্তে উঠে আসে যে কোলাজের ছবিগুলি ভুয়ো এবংকৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
আমাদের তদন্ত থেকে এটা স্পষ্ট যে, WWE-র কুস্তিগির জন সিনা এবং ব্রক লেসনারের কুম্ভমেলার ছবিগুলি AI দ্বারা তৈরি।
Result: Altered Media
Sources
Analysis by Is It AI Tool
Analysis by Sightengine ai detector Tool
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।এটি তামিলনাড়ুর একটি হাইস্কুলে এক মুসলিম তরুণীকে হিন্দু তরুণের ছুরিকাঘাতের ফুটেজ।