সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু নারীকে শারীরিক নির্যাতন করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে এক্সে (টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি বাংলাদেশে একজন হিন্দু নারীকে শারীরিক নির্যাতনের নয় বরং ভারতের মধ্যপ্রদেশে ২০২১ সালের ভিন্ন একটি ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওর এক পর্যায়ে নির্যাতনকারীদের মধ্যে হিন্দি ভাষায় কথোপকথন হচ্ছিল। এই সূত্র ধরে ২০২১ সালের ২২ নভেম্বর একটি এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়৷ উক্ত পোস্টে একটি ভিডিও শেয়ারের মাধ্যমে দাবি করা হয় এটি ভারতে একজন নারীকে নির্যাতনের ঘটনা। উক্ত পোস্টে ব্যবহৃত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আলোচিত ভিডিওটি ২০২১ সালের ২৮ জুন ভারতের মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার একটি ঘটনার। সেখানে একজন ১৯ বছর বয়সী বিবাহিত উপজাতি নারী তার পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন৷ ওই সময় ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হলে আলিরাজপুর পুলিশের সাইবার সেল নির্যাতিত নারীকে খুঁজে বের করে ও নির্যাতনকারীদের গ্রেপ্তার করে৷
সুতরাং, ভারতে ২০২১ সালে একজন নারীকে শারীরিক নির্যাতনের ঘটনার একটি ভিডিওকে বাংলাদেশে হিন্দু নারীকে নির্যাতন করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Timesnownews: MP: Left in-laws’ house, woman, 19, dragged by hair, tied to tree & beaten up by father, cousins
- Rumor Scanner’s Own Analysis.