About: http://data.cimple.eu/claim-review/693837001f280a29ea973d3225147a00a91f174e537a5a98c7acaf35     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ২০১৩ সালের বাংলাদেশের ভিডিও অসমে পুলিশি আক্রমণের ঘটনা বলে চালানো হচ্ছে বুম দেখে ভিডিওটি ৬ বছরের পুরনো এবং বাংলাদেশে তোলা। রাতে পুলিশি অভিযানের বিচলিত করার মত একটি বাংলাদেশি ভিডিওয় আহত ও মৃত বিক্ষোভকারীদের পড়ে থাকতে দেখা যাচ্ছে। কিন্তু সেটিকে অসমের ঘটনা বলে অনলাইনে শেয়ার করা হচ্ছে। বুম দেখে ভিডিওটি ২০১৩ সালের এবং ভারতের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। ২.২৬ সেকেন্ডের ভিডিওটি মিথ্যে করেই ভারতের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনসিআর-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। ক্লিপটিতে সংঘর্ষ দমনের হাতিয়ারে সজ্জিত পুলিশকে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে মারতে দেখা যাচ্ছে। ভিডিওটি বিভিন্ন ক্যাপশন সমেত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খাঁনও ভিডিওটি শেয়ার করেন। কিন্তু টুইটারে সমালোচিত হওয়ার পর উনি ডিলিট করে দেন সেটি। যাচাই করার জন্য ভিডিওটি আমাদের হেল্পলাইনেও (৭৭০০৯০৬১১১) আসে। ফেসবুকে ভাইরাল ক্লিপটি ফেসবুকেও এই বলে ভাইরাল হয়েছে যে সেটি এনআরসি সম্পর্কিত। একই দাবিতে বিভিন্ন টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। Asam me NRC lagu, logo ko gharoo se uthana shuru ho chuka h.— Majhar Chaudhary (@MajharChaudhary) January 2, 2020 News wale aapko ye nahi dekhayegi, kyun ki wo bik chuki h, ab aapki aur humari zimmadari h is video ko ziyada se ziyada share karne ki. pic.twitter.com/YM5YV3XAnq তথ্য যাচাই বুম দেখে যে পুলিশের পোশাকে RAB বা র্যাব অ্যাকশন ব্যাটেলিয়ন-এর ইনসিগনিয়া বা পরিচয়চিহ্ন লাগানো আছে। র্যাব হল বাংলাদেশ পুলিশের অপরাধ ও সন্ত্রাস দমন শাখা। ওই পরিচয়চিহ্নটি একাধিকবার দেখা যাচ্ছে ক্লিপটিতে। ছবিগুলি তুলনা করা হয়েছে নীচে। আমরা ভিডিওটির কয়েকটি প্রধান ফ্রেম বেছে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি। দেখা যায়, সাত বছর আগে সেটি 'ডেইলিমোশন'-এ আপলোড করা হয়। ডেইলিমোশান হল একটি ভিডিও স্ট্রিম করার ওয়েবসাইট। ভিডিওটির বিবরণে বলা হয়, "৬ মে সকালে, ২.৩০ থেকে ৪.০০-এর মধ্যে, যৌথ বাহিনী ৩,০০০-এরও বেশি নির্দোষ ও ঘুমন্ত হেফাজত কর্মীকে হত্যা করে।" এর পর আমরা "বাংলাদেশ পুলিশ" আর "হেফাজত এ ইসলাম ২০১৩", এই কি-ওয়ার্ডগুলি দিয়ে ইউটিউবে সার্চ করি। দেখা যায়, ১০ সেপটেম্বর ২০১৩ সালে ওই একই ভিডিও ওই প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল। সতর্কবার্তা: বিচলিত করার মতো দৃশ্য এই সংক্রান্ত খবর সার্চ করলে দেখা যায়, ৫-৬ মে ঘটনাটি ঘটে। সেই সময় পুলিশ আর ধর্মীয় মৌলবাদীদের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকায়। মৌলবাদীরা কড়া ইসলামি আইন প্রণয়নের দাবি করছিলেন। ভিডিওটিতে পুলিশকে খুব ভোরে অভিযান চালাতে দেখা যায়। 'দ্য গার্ডিয়ান', 'বিবিসি' ও 'আল জাজিরা' প্রভৃতি বিদেশি সংবাদ মাধ্যমগুলিও ওই সংঘর্ষটি সম্পর্কে রিপোর্ট করে। গার্ডিয়ানের খবর অনুযায়ী সুরক্ষা বাহিনী কাঁদানে গ্যাস ও রাবার বুলেটের সাহায্যে প্রায় ২০,০০০ অবস্থানকারীকে উৎখাত করে। নীচের ভিডিওটি দেখুন। বিবিসিতে প্রকাশিত রিপোর্টের নির্বাচিত অংশ নীচে দেওয়া হল। "বাংলাদেশে পুলিশ ও ইসলামি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ২৭ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। রবিবার ঢাকায় হেফাজত এ ইসলামের এক বিক্ষোভ সমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে। কিন্তু রবিবার ও সোমবারও সারাদিন শহরের নানা জায়গায় সংঘর্ষ ঘটতে থাকে। আরও জোরাল ইসলামি নীতি প্রণয়নের দাবিতে কয়েক হাজার ইসলামপন্থী শহরে জড়ো হয়েছিলেন।"
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software