Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact checks doneFOLLOW US
Fact Check
পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি, আমপানের টাকা তছরুপ, বেকারত্ব, করোনা রুগীদের অযত্ন এবং ব্যারাকপুরের সাংসদের ভর সন্ধ্যাবেলায় গুলি করে খুন করার প্রতিবাদে বাংলার বিজেপি ও বিজেপি যুবমোর্চা বাহিনী ৮ই অক্টোবর বাংলার প্রশাসনিক ভবন নবান্নের উদ্দেশ্যে এক পদযাত্রার আয়োজন করে। শান্তিপূর্ণ মিছিলের ডাক দিলেও কলকাতার জায়গায় জায়গায় পুলিশ ও বিজেপি নেতা,কর্মীদের মধ্যে শুরু হয় খন্ড-যুদ্ধ। এরই মধ্যে বিজেপি বর্ষীয়ান নেতা কৈলাশ বিজয়বর্গীয় তার টুইটার থেকে একটি ভিডিও আপলোড করেছেন এবং দাবি করেছেন কলকাতা পুলিশ এই মিছিলের দিন টিএমসি গুন্ডাদের মতো কাজ করেছে। ছাদ থেকে বিজেপি কর্মীদের দিকে বোমা ছোড়ার ফলে ১৫০০ মতো বিজেপি কর্মী আহত হয়েছে।
কৈলাশ বিজয়বর্গীয় যে দাবি নিয়ে এই ভিডিওটি শেয়ার করেছেন তার টুইটার থেকে সেই দাবিকে বিভ্রান্তিকর বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ও হাওড়া পুলিশের তরফ থেকে। Times Now এর সাংবাদিকের মতে ঐদিন তিনি ও তার সঙ্গী চিত্রসাংবাদিক হাওড়া ময়দানের ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং লাইভ রিপোর্টিং করছিলেন। বিজেপি কর্মীরা সমস্ত ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস বোমা ছোড়ে।রিপোর্টিং করার সময় প্রথম ব্যারিকেড ভাঙার পর কর্মীরা পাথর ছুড়তে শুরু করে। এদের নিরস্ত্র করার জন্য পুলিশ কাঁদনে গ্যাস ও জল কামান নিক্ষেপ করে। গুগল থেকে কিছু কীওয়ার্ড দ্বারা আমরা Times Now এর ওই দিনের ভিডিওটি পাই। যেখানে ঘটনা পরিষ্কার দেখা যাচ্ছে।
হাওড়া পুলিশের তরফ থেকে যদিও আলাদা করে কোনো বিশ্লেষণ দেওয়া হয়নি, শুধু মাত্র Times Now এর সাংবাদিকের টুইটটিকে তুলে ধরে বলা হয়েছে ব্যারিকেডের বাধা ভেঙে যখন বিজেপি কর্মীরা এগিয়ে এসে মিডিয়ার উদ্দেশ্যে ইট পাথর ছুড়তে থাকে তখন ভিডিওতে দেখানো বাড়িটির ছাদে মোতায়েন করা পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস বোমা ছোড়ে। এই ঘটনাকে ভুল ও বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
নবান্ন অভিযানের দিন কলকাতা পুলিশ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনাকে কৈলাশ বিজয়বর্গীয় বিভ্রান্তিকর ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। বঙ্গের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়িন্ত্রন করার লক্ষ্যে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল।
Times Now sources – https://twitter.com/SreyashiDey/status/1314256559157829632 https://youtu.be/aCqEm9gjkYM
Howrah police official tweet – https://twitter.com/hwhcitypolice/status/1314505664396292098
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।
Tanujit Das
August 31, 2024
Tanujit Das
August 30, 2024
Tanujit Das
March 6, 2024