schema:text
| - সম্প্রতি, ‘মিস্টার বিন’ খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে রোয়ান অ্যাটকিনসন অসুস্থ হয়ে শয্যাশায়ী হননি বরং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে একটি ছবির মাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে Old Memories নামের একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের ২০ জানুয়ারি থাম্বনেইলে উক্ত ছবি যুক্ত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। থাম্বনেইলে রোয়ান অ্যাটকিনসনের ১৯৯০ সালে মিস্টার বিন চরিত্রে অভিনয়ের একটি ছবি ও ২০২৪ সালের অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে থাকার দাবিতে আরেকটি ছবি যুক্ত করা হয়েছে।
বিষয়টির সত্যতা যাচাইয়ে শয্যাশায়ী অবস্থার ছবিটির সূত্র খুঁজতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করা হয়। তবে, এতে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি এবং ছবিটির স্থান-কাল-পাত্র সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এই পর্যায়ে রোয়ান অ্যাটকিনসনের বর্তমান অবস্থা জানতে পুনরায় প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে গেটি ইমেজসের ওয়েবসাইটে রোয়ান অ্যাটকিনসনের গত ৭ জুলাইয়ের কিছু ছবি খুঁজে পাওয়া যায়। ঐদিন রোয়ান অ্যাটকিনসন ‘ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স ২০২৪’ প্রতিযোগিতা দেখতে যান। এছাড়াও, Zero Racing নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৭ জুলাই প্রকাশিত উক্ত প্রতিযোগিতায় স্কাই স্পোর্টসকে দেয়া রোয়ান অ্যাটকিনসনের একটি সাক্ষাৎকার খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
অর্থাৎ, রোয়ান অ্যাটকিনসনের দৃশ্যমান উপস্থিতিই বলে দিচ্ছে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী নন বরং সুস্থ আছেন এবং সকল স্বাভাবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এছাড়াও, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উল্লিখিত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে পূর্বে বেশ কয়েকবার ইন্টারনেটে রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব (১, ২, ৩) ছড়িয়ে পড়ায় প্রমাণ পাওয়া গেছে।
মূলত, সম্প্রতি মিস্টার বিন খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, রোয়ান অ্যাটকিনসন অসুস্থ হয়ে শয্যাশায়ী হননি বরং তিনি সুস্থ আছেন এবং সম্প্রতি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স ২০২৪ প্রতিযোগিতা দেখতে যান।
সুতরাং, মিস্টার বিন খ্যাত ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Getty Image: FORMULA 1 QATAR AIRWAYS BRITISH GRAND PRIX 2024
- Zero Racing: Rowan Atkinson F1 Grid Walk Interview | 2024 British Grand Prix
- Rumor Scanner’s Own Research
|