সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে জড়িয়ে ‘সেনাবাহিনীর হাতে উপদেষ্টার স্ত্রী গ্রেফতার, গভীর রাতে মাদকসহ গ্রেফতার’ শীর্ষক থাম্বনেইলে এবং ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের স্ত্রী!’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
প্রায় সমজাতীয় টিকটক ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রী মাদকসহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার ভিন্ন এক নারীর ভিডিও দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে ড. আসিফ নজরুলের স্ত্রী মাদকসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার সম্পর্কিত সংবাদ বা সূত্র উপস্থাপন করতে দেখা যায়নি। ০৯ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটিতে ৪টি ভিন্ন ভিডিও উপস্থাপন করা হয়েছে যার একটিও আলোচিত দাবির সাথে সম্পর্কিত নয়।
ভিডিও যাচাই ০১
ভিডিওটির শুরুতে দেখানো ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Bangladesh Times’ ইউটিউব চ্যানেলে গত ০৩ নভেম্বর ‘মধ্যেরাতে যে কারণে সেনাবাহিনীর হাতে আ:টক সুন্দরী তরুণী!’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।
একই বিষয়ে গত ০৩ নভেম্বর যুগান্তর এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ০২ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।
ভিডিও যাচাই ০২
দাবিকৃত ভিডিওতে দেখানো দ্বিতীয় ভিডিওটি একই পদ্ধতিতে রিভার্স ইমেজ সার্চ করে ‘BV71’ ইউটিউব চ্যানেলে গত ১১ অক্টোবর ‘আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে হুঁশিয়ারি দিলেন ফারুক হাসান’ শীর্ষক শিরেনামে প্রচারিত ভিডিওর একটি অংশের সাথে মিল খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ০৩
দাবিকৃত ভিডিওটিতে ব্যবহৃত আসিফ নজরুলের ভিডিওটি আসিফ নজরুল এর ফেসবুক পেজে পাওয়া যায়, যাতে আসিফ নজরুল তার স্ত্রী প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি।
এই ভিডিওটির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
ভিডিও যাচাই ০৪
দাবিকৃত ভিডিওতে ব্যবহৃত চতুর্থ ভিডিওটি ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে গত ১১ নভেম্বর ‘সচিবালয় থেকে বেরিয়ে নাহিদের দুঃখ প্রকাশ | Jagannath University | Adviser Nahid Islam | Somoy TV’ শীর্ষক শিরোনামে প্রচারি ভিডিও একটি অংশের সাথে সাদৃশ্য লক্ষ্য করা যায়।
এই ভিডিওটির সাথেও আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রীকে মাদকসহ সেনাবাহিনী আটক করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Times: মধ্যেরাতে যে কারণে সেনাবাহিনীর হাতে আ:টক সুন্দরী তরুণী!
- যুগান্তর: রাতে রাজধানীতে মাদকসহ নারী আটক
- BV71: আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়ে হুঁশিয়ারি দিলেন ফারুক হাসান
- Dr. Asif Nazrul: Facebook Video
- SOMOY TV: ‘সচিবালয় থেকে বেরিয়ে নাহিদের দুঃখ প্রকাশ | Jagannath University | Adviser Nahid Islam | Somoy TV
- Rumor Scanner’s Own Analysis