About: http://data.cimple.eu/claim-review/73f184bec4ab4e352252d12afad93fe584fdcf078869b61e994da899     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • মহাকুম্ভে ইলন মাস্ক ও মার্কিন কুস্তীগিরদের ভাইরাল ছবি AI প্রয়োগে তৈরি বুম দেখে ইলন মাস্ক, রোমান রেইনস, জন সিনা ও ব্রক লেসনারদের মহাকুম্ভের ছবি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ২০২৫ সালের মহাকুম্ভ (Maha Kumbh) মেলায় উপস্থিত টেসলার সিইও ইলন মাস্ক (Elon Musk) ও মার্কিন কুস্তীগির জন সিনা (John Cena), ব্রক লেসনার (Brock Lesnar) এবং রোমান রেইনস (Roman Reigns) দাবি করে একাধিক ভুয়ো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি। বুম দেখে ছবিগুলি একটিও আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি। ১৪৪ বছর পর ২০২৫ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা। বিশ্বের বৃহত্তম জনসমাগম উৎসবগুলির মধ্যে একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কুম্ভ মেলা যেখানে অংশ নিতে লক্ষাধিক মানুষ আসে দেশ ও বিদেশ থেকে। ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ অবধি মহাকুম্ভ মেলা চলবে প্রয়াগরাজে। একটি ফেসবুক পেজের তরফ থেকে ইলন মাস্ক ও কুস্তীগির রোমান রেইনসের তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫-এ ইলন মাস্ক ও রোমান রেইনস।" (অনূদিত) পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। এক ফেসবুক ব্যবহারকারী দুই WWE খ্যাত মার্কিন কুস্তীগির জন সিনা ও ব্রক লেসনারের দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখে, "মহাকুম্ভ মেলায় এসেছেন WWE খ্যাত জন সিনা ও ব্রক লেসনার।। জয় শ্রীরাম।।" পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে। মহাকুম্ভ এবং এই মেলায় খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতি কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন ভুয়ো তথ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বুম তার তথ্য যাচাইও করেছে। দেখুন এখানে ও এখানে। তথ্য যাচাই বুম দেখে ইলন মাস্ক ও রোমান রেইনস এবং জন সিনা ও ব্রক লেসনারের সবকটি ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে তৈরি। ইলন মাস্ক ও রোমান রেইনস আমরা প্রথমে মহাকুম্ভ মেলায় ইলন মাস্ক এবং রোমান রেইনসের উপস্থিতি সংক্রান্ত কিওয়ার্ড গুগলে সার্চ করি। কিন্তু, এবিষয়ে কোনও বিশ্বাসযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি। এরপর, আমরা ছবিগুলি ভালো করে পর্যবেক্ষণ করলে তিনটি ছবির নীচেই এক্স সমাজমাধ্যমের চ্যাটবট Grok AI-এর জলছাপ দেখতে পাই। এরথেকে ইঙ্গিত নিয়ে ভাইরাল ছবিগুলিকে হাইভ মডারেশনে পরীক্ষা করি যার ফলে জানা যায় ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে তৈরি, আসল নয়। হাইভ মডারেশন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট। নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে। জন সিনা ও ব্রক লেসনার জন সিনা ও ব্রক লেসনারের এবছরের মহাকুম্ভ মেলায় আসা নিয়ে ভাইরাল দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করি। কিন্তু, সার্চের মাধ্যম কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন আমরা খুঁজে পাইনি যা ভাইরাল দাবিকে সমর্থন করে। জন সিনা ও ব্রক লেসনারের ছবি দুটির নীচেও আমরা এক্স সমাজমাধ্যমের চ্যাটবট Grok AI-এর জলছাপ দেখতে পাই। এই সুত্রধরে, বুম দুটি ছবিকেই এক এক করে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইট হাইভ মডারেশনে পরীক্ষা করে। পরীক্ষার ফলাফল থেকে আমরা নিশ্চিত হই ছবি দুটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। হাইভ মডারেশন ছবি দুটির পরীক্ষার ফলাফল দেখুন নীচে।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software