schema:text
| - বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত আগস্টে দেশ ত্যাগের পর ভারতে চলে যান। সম্প্রতি বিশেষ প্রটোকলে তিনি মুম্বাই ছেড়ে দিল্লির এলাহাবাদে গিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি শেখ হাসিনার গাড়িবহরের সাম্প্রতিক কোনো ভিডিও নয়, বরং ২০১৮ সালে নেপালে বিমসটেক সম্মেলনের সময়কার শেখ হাসিনার গাড়িবহরের পুরোনো ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে Bangladesh view pro নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০২ সেপ্টেম্বর Prime Minister Sheikh Hasina Motorcade in naple. শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিওর আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
Video Comparison by Rumor Scanner
ভিডিওটি থেকে জানা যায়, এটি নেপালে শেখ হাসিনার গাড়িবহরের ভিডিও। পর্যবেক্ষণে ভিডিওটির ১ মিনিট ৩১ সেকেন্ডে একটি গেট দেখতে পাওয়া যায়। গেটের লেখা থেকে জানা যায়, গেটটি চতুর্থ বিমসটেক সম্মেলন উপলক্ষে কাঠমাণ্ডুর সোয়ালটি ক্রাউন প্লাজার পক্ষ থেকে তৈরি করা হয়েছে।
Screenshot: Youtube
পরবর্তী অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০১৮ সালের ২৮ আগস্ট বিমসটেক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন শীর্ষক শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, সে বছর নেপালের কাঠমাণ্ডুর হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় ‘সামিট অব দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের’ (বিমসটেক)-এর চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য শেখ হাসিনা তার সফর সঙ্গীদের নিয়ে ৩০ আগস্ট নেপালে যান।
এছাড়াও ৯ আগস্ট বাংলানিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান ও নেপালের বঙ্গোপসাগীয় আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক-এর চতুর্থ সম্মেলন সেবছর ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয়।
সুতরাং, ২০১৮ সালে বিমসটেক সম্মেলনের পুরোনো ভিডিওকে শেখ হাসিনার মুম্বাই থেকে দিল্লিতে যাওয়ার সাম্প্রতিক ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh view pro Youtube Channel: Prime Minister Sheikh Hasina Motorcade in naple.
- Rumor Scanner’s Own Analysis
|