schema:text
| - বিগত কয়েক বছর ধরে পাবনা মানসিক হাসপাতালের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
২০২৩ সালে একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালের দৃশ্য দাবিতে প্রচার ভিডিওটি পাবনার নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয় বরং, প্রচারিত ভিডিওটি ২০১৯ সালের ভারতের নদিয়ার ধুবুলিয়ায় কালী পূজার মণ্ডপের থিমের।
অনুসন্ধানের শুরুতে ২০১৯ সালের ১৫ নভেম্বর ‘Apurba Roy’ নামক একটি ভারতীয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘লেটেস্ট আকর্ষণীয় প্রদর্শনী মানসিক হাসপাতাল।’
আরো অনুসন্ধানে ‘ধুবুলিয়া, নদিয়া’ নামে ভারতের একটি পেজে ২০১৯ সালের ২৯ অক্টোবর প্রচারিত একই ধরণের আরেকটি দীর্ঘ ভিডিওর সন্ধান পাওয়া যায়। পোস্টে থাকা ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ২০১৯ সালের ধুবুলিয়া ১২ নং কালীপূজার থিম এটি।
পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এই সময় এর ওয়েবসাইটে ২০১৯ সালের ৩০ অক্টোবর “থিমের ঠ্যালা, দর্শক ধরতে মণ্ডপে এবার মানসিক হাসপাতালের রোগীদের হাসি-কান্না!”-শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় কালীপূজা উপলক্ষে ভারতের নদিয়ার ধুবুলিয়া ১২ নং কালীপুজো কমিটি পূজার থিম হিসেবে মানসিক হাসপাতাল বেছে নিয়েছিল।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এবং এবিপি লাইভ।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের পাবনার মানসিক হাসপাতালের নয়।
সুতরাং, ২০১৯ সালের ভারতে কালীপূজাতে থিম হিসেবে নির্মিত একটি মানসিক হাসপাতালের ভিডিওকে বাংলাদেশের পাবনা মানসিক হাসপাতালের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Apurba Roy- Facebook Post
- ধুবুলিয়া, নদিয়া- Facebook Post
- Ei Samay- থিমের ঠ্যালা, দর্শক ধরতে মণ্ডপে এবার মানসিক হাসপাতালের রোগীদের হাসি-কান্না!
- Rumor Scanner’s Own Analysis
|