schema:text
| - সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হন। এর প্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা, এসেছে বহু হতাহতের খবরও। এরই মাঝে আন্দোলনে হতাহতের প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর বন্ধ রাখার একটি দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার প্রেক্ষিতে, সম্প্রতি কোটা আন্দোলনের কারণে হওয়া রেমিট্যান্স সংকট কাটাতে বিমানবন্দরে প্রবাসীদের নগদ শুভেচ্ছা জানাচ্ছে শীর্ষক দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চলমান কোটা সংস্কার আন্দোলনের সময়ের নয় বরং প্রবাসীদের নিয়ে করা নগদ এর পুরোনো একটি ক্যাম্পেইনের ভিডিও এটি।
অনুসন্ধানে গত ৭ জুন নগদ এর অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও থেকে জানা যায়, মূলত দেশের সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে নগদ বিমানবন্দরে প্রবাসীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ নেয়। এসময় নগদ এর কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ উপস্থিত ছিলেন।
অর্থাৎ, ভিডিওটি নগদ কর্তৃক চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে হওয়া রেমিট্যান্স সংকট কাটাতে বিমানবন্দরে প্রবাসীদের শুভেচ্ছা জানানোর নয়।
মূলত, চলতি বছরের ৭ জুন নগদের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেশের সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে তাদের বিমানবন্দরে ফুল ও উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা জানানোর একটি ভিডিও প্রচার করা হয়। সম্প্রতি, উক্ত অনুষ্ঠানের ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হয়, এটি চলমান কোটা সংস্কার আন্দোলনের ফলে হওয়া রেমিট্যান্স সংকট কাটাতে নগদ এর পক্ষ থেকে প্রবাসীদের শুভেচ্ছা জানানোর ভিডিও।
সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের ফলে হওয়া রেমিট্যান্স সংকট কাটাতে নগদ এর পক্ষ থেকে বিমানবন্দরে প্রবাসীদের সংবর্ধনা জানানো হচ্ছে দাবিতে পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Nagad: YouTube Video
- Nagad: Facebook Post
- Rumor Scanner’s own analysis
|