গত ৭ ডিসেম্বর ফেসবুকে ‘KFC Fans’ নামক একটি পেজের পোস্টে দাবি করা হয়েছে, কেএফসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুপনের মাধ্যমে বিনামূল্যে মুরগির বালতি দেওয়া হচ্ছে। অনেকেই এই অফারটি বিশ্বাস করে শেয়ার করছেন এবং নির্দেশনা অনুযায়ী কমেন্ট ও করছেন।
উক্ত দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টটি দেখুন এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কেএফসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুপনের মাধ্যমে সবাইকে বিনামূল্যে মুরগির বালতি দেওয়ার কোনো অফার কেএফসি দেয়নি, বরং ভুয়া একটি পেজ থেকে এই দাবিটি প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি যে ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে, KFC Fans নামের এই পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি গত ১৯ নভেম্বর খোলা হয়েছে এবং এতে অন্য কোনো পোস্ট নেই।
পরবর্তী অনুসন্ধানে কেএফসির অফিসিয়াল ফেসবুক পেজে এ ধরনের কোনো অফারের খবর পাওয়া যায়নি।
এছাড়া, কেএফসির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কেএফসি প্রতিষ্ঠিত হয়েছিল ২০ মার্চ ১৯৩০ সালে, যুক্তরাষ্ট্রের কেন্টাকির নর্থ করবিন এলাকায় “Sanders Court & Café” নামে। প্রথম ফ্র্যাঞ্চাইজি চালু হয়েছিল ২৪ সেপ্টেম্বর ১৯৫২ সালে, উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক কাউন্টিতে। অর্থাৎ ৬ ডিসেম্বর কেএফসির প্রতিষ্ঠাবার্ষিকী নয়, তাই এই তারিখে বিশেষ কোনো অফার দেওয়ার প্রশ্নই ওঠে না।
এই বিষয়ে KFC Bangladesh এর ভেরিফাইড ফেসবুক পেজে যোগাযোগ করা হলে তারাও নিশ্চিত করে এ ধরণের কোন অফার তারা দেয়নি এবং এই পেজটি তাদের অফিসিয়াল পেজ নয় বলেও নিশ্চিত করেন তারা।
সুতরাং, কেএফসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ কুপনের মাধ্যমে ফ্রীতে মুরগীর বালতি দেওয়ার অফারটি ভুয়া।
তথ্যসূত্র
- Statement from KFC Bangladesh