schema:text
| - ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ০৮ আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ১৫ আগস্ট এর জাতীয় ছুটি বাতিল করে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের সাধারণ জনগন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানান। জয়ের এই আহ্বানকে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র দাবি করে ১৫ আগস্ট রাজপথে থাকার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে ১৪ আগস্ট সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি-৩২ নাম্বারসহ আশপাশের এলাকায় অবস্থা নেয় প্রতিবাদী ছাত্র-জনতা। এসবের মধ্যে ফেসবুকে একটি ভিডিও প্রচার করে লাখ লাখ মুজিবপ্রেমী ১৫ আগস্ট প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ এ জমায়েত হয়েছেন বলে দাবি করা হয়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৫ আগস্ট লাখ লাখ মুজিবপ্রেমীর ধানমন্ডি ৩২ এ জমায়েত হওয়ার দৃশ্য নয় বরং ১৪ আগস্ট রাতে ধানমন্ডি ২৭ এ রাপা প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ এর কর্মসূচির দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে ভিডিওতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর একটি লোগো পরিলক্ষিত হয়। উক্ত সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শেরপুর জেলা’ নামের একটি ফেসবুক পেজে ‘১৫ আগস্ট প্রথম প্রহরে ধানমন্ডি-২৭, রাপা প্লাজার সামনে থেকে…’ শীর্ষক শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত একই ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে Taisir Khan নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও একই ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশনে ভিডিওটি ১৪ আগস্ট রাত ১০ টায় ধানমন্ডি ২৭ এ রাপা প্লাজার সামনে থেকে ধারণকৃত বলে উল্লেখ করা হয়। অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ১৫ আগস্ট এর নয়, এটি ১৪ আগস্ট রাতের।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে, গত ১৪ আগস্ট দেশের প্রথম সারির গণমাধ্যম সময় টিভি’র ‘শাহবাগ থেকে ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ১৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা শাহবাগ থেকে ধানমন্ডি ২৭ এর রাপা প্লাজার অভিমুখে পদযাত্রা শুরু করেন। এছাড়াও, প্রথম সারির গণমাধ্যম মানবজমিন এর ১৫ আগস্ট প্রকাশিত ‘আন্দোলনকারীদের দখলে ধানমন্ডির সড়ক’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, ১৪ আগস্ট মধ্যরাত থেকে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ ও এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
পরবর্তীতে, প্রচারিত ভিডিওতে থাকা দৃশ্যের সূত্র ধরে ঐ স্থানের বিস্তারিত জানার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। গুগল ম্যাপের সাহায্যে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা BHUIYAN ACADEMY ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজার রাস্তার বিপরীতে অবস্থিত। অর্থাৎ প্রচারিত ভিডিওটি ধানমন্ডি ৩২ এরও নয় বরং এটি ২৭ এর।
এছাড়াও, ১৪ আগস্ট সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এ মোমবাতি প্রজ্জ্বলন করা হলেও দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে ১৫ আগস্ট ভোরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য লাখ লাখ মানুষের সমাগমের বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। বরং ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ কয়েক ব্যক্তি মারধরের শিকার হন বলে জানা গেছে।
সুতরাং, গত ১৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ২৭ এর গণজমায়াতের ভিডিওকে ১৫ আগস্ট প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের জমায়েতের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Taisir Khan: Facebook Post
- Bhuiyan Academy: Location
- Somoy TV: শাহবাগ থেকে ধানমন্ডি অভিমুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা
- Manabzamin: আন্দোলনকারীদের দখলে ধানমন্ডির সড়ক
- Rumor Scanner’s Own Research
|