মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর চলমান সংঘাতকে কেন্দ্র করে গত ৭ ফেব্রুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে “বাংলাদেশ দখলে নিল মায়ানমার সীমান্তে ব্যাপক যুদ্ধ বাংলাদেশে ঢুকে পড়েছে জান্তা বাহিনী” শীর্ষক শিরোনাম এবং “বাংলাদেশ দখলে নিল মায়ানমার” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,মিয়ানমার কর্তৃক বাংলাদেশ দখলে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর চলমান সংঘাতের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত একাধিক ভিন্ন ঘটনার সংবাদের ভিডিও ক্লিপ যুক্ত করে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। আলোচিত ভিডিওটি’র শিরোনাম এবং থাম্বনেইলে উল্লেখিত দাবিগুলোর সাথে ভিডিওটি’র বিস্তারিত অংশের মিল পাওয়া যায়নি।
ভিডিওতে প্রচারিত আলোচিত দাবিগুলো নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
অনুসন্ধানের এ পর্যায়ে আলোচিত ভিডিওটিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলোর বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই ০১
অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ৬ ফেব্রুয়ারি “বাংলাদেশে ঢুকার অপেক্ষায় সীমান্তে হাজারও রোহিঙ্গা!। Myanmar। Jamuna TV” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনের একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
উক্ত প্রতিবেদনে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান সংঘর্ষে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় থাকা দেশটির নাগরিকদের বিষয়ে গৃহীত পদক্ষেপের বিষয়ে বলা হয়।
ভিডিও যাচাই ০২
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে গত ৫ ফেব্রুয়ারি “মিয়ানমার সীমান্ত উত্তেজনা নিয়ে যা বললো বিজিবি। BGB । Myanmar Border । Channel 24” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
এই ভিডিওতে মিয়ামনার সীমান্ত উত্তেজনা নিয়ে বিজিবি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ আলম বক্তব্য দেন।
ভিডিও যাচাই ০৩
প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে গত ৬ ফেব্রুয়ারি “চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বাংলাদেশ। DBC। News Special” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির কিছু অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
ভিডিওতে মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে নিহত বাংলাদেশি নারী এবং একজন রোহিঙ্গার বিষয়ে বলা হয়।
ভিডিও যাচাই ০৪
আলোচিত ভিডিওটিতে যুক্ত সর্বশেষ ভিডিওটির অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে গত ৭ ফেব্রুয়ারি “বার্মায় আমেরিকা বিজয়! ভারতের বিপর্যয়! সতর্ক না হলে বাংলাদেশের মহাবিপদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে৷
ভিডিওতে গোলাম মাওলা রনি চলমান মিয়ানমার সংঘাতের বিষয়ে এর সাথে সম্পৃক্ত একাধিক বিষয় নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করে।
উল্লেখ্য, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার বর্ডার পুলিশের সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির উচ্চ পর্যায়ের পক্ষ থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মূলত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। ২০২৩ সালের অক্টোবরের শেষ দিক থেকে মিয়ানমারের তিনটি জাতিগত বিদ্রোহী বাহিনী একজোট হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়৷ উক্ত সংঘর্ষে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে দেশটির বহু মানুষ। এছাড়া উক্ত সংঘাতের ঘটনায় প্রাণে বাঁচতে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) প্রায় শতাধিক সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্তমানে তত্ত্বাবধানে বিজিবির ক্যাম্পগুলোতে আটক আছেন। এরই ধারাবাহিক সম্প্রতি ‘বাংলাদেশ দখলে নিল মায়ানমার সীমান্তে ব্যাপক যুদ্ধ বাংলাদেশে ঢুকে পড়েছে জান্তা বাহিনী’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে, আলোচিত দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে জান্তা বাহিনীর চলমান সংঘাতের ঘটনায় বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিসহ সহ দুই ব্যক্তির মৃত্যু এবং মিয়ানমার বর্ডার পুলিশের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংলাদেশে প্রবেশ করলেও তারা বর্তমানে বিজিবির নিকট আটক রয়েছেন এবং তাদের ফেরত নিতে দেশটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়েছে।
সুতরাং, মিয়ানমার কর্তৃক বাংলাদেশ দখলে নেওয়ার একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jamuna TV : বাংলাদেশে ঢুকার অপেক্ষায় সীমান্তে হাজারও রোহিঙ্গা!। Myanmar। Jamuna TV
- Channel 24 : মিয়ানমার সীমান্ত উত্তেজনা নিয়ে যা বললো বিজিবি। BGB । Myanmar Border । Channel 24
- DBC News : চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে বাংলাদেশ। DBC। News Special
- The Daily Star Bangla : পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী
- Golam Maula Rony : Facebook post