schema:text
| - সম্প্রতি, “ব্রেকিং নিউজ, মুসকানের হিজাবের প্রতি গুরুত্ব দেখে মার্কিনের একটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও ৪ ছাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছেন।” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৩ জন শিক্ষক ও ৪ জন ছাত্রের ইসলাম ধর্ম গ্রহণ সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি এবং মুসকানের হিজাবের প্রতি গুরুত্ব দেখে যুক্তরাষ্ট্রে ৭ জনের ইসলাম গ্রহণের দাবিটি ভিত্তিহীন।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, MT News 24 নামের একটি অনির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারীতে “১ হিজাবী তরুণীর কারণে ইসলাম গ্রহণ করলেন মার্কিন ৩ অধ্যাপক ও ৪ ছাত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
তথ্য ও সংখ্যা এক হওয়ায় মুসকান ও হিজাব ইস্যুতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও ৪ জন শিক্ষার্থীর ইসলাম গ্রহণের সাম্প্রতিক এই দাবির সাথে উপরোক্ত ২০১৬ সালে প্রকাশিত প্রতিবেদনের যোগসূ্ত্র স্থাপন করা যায়।
আলী হাসান তৈয়ব নামের এক ব্যক্তি কর্তৃক সংকলিত দাবি করে প্রকাশিত উক্ত প্রতিবেদনে, মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক হিজাবী তরুণীর সাথে ইসলাম বিদ্বেষী এক শিক্ষকের বিদ্বেষমূলক আচরণকে কেন্দ্র করে একটি ঘটনার প্রেক্ষিতে ইসলাম ধর্ম সম্পর্কে অনুপ্রাণিত হয়ে ঐ বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপক ও ৪ ছাত্রীর ইসলাম ধর্ম গ্রহণের ঘটনার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। তবে সেখানে ঘটনাটির নির্দিষ্ট কোনো তারিখ এবং বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা নেই।
পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে, ‘Islam Web’ নামের একটি ওয়েবসাইটে ২০০৯ সালের ২ এপ্রিলে “Hijab causes seven Americans to embrace Islam” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনও একই ঘটনার বর্ণনা পাওয়া যায়।
অর্থাৎ, হিজাবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ৩ শিক্ষক ও ৪ শিক্ষার্থীর ইসলাম গ্রহণের তথ্যটি ২০০৯ সাল অথবা এরও পূর্ব থেকেই ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। তবে এই ঘটনাটির কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজে পাওয়া যায় নি।
আরো পড়ুনঃ ৮ ফেব্রুয়ারীকে ‘আন্তর্জাতিক তাকবির দিবস’ ঘোষণা করার দাবিটি মিথ্যা
এছাড়া, ‘Islam House’ নামের একটি ওয়েবসাইটে ২০১১ সালের ১৯ এপ্রিলে “হিজাব যেভাবে ইসলামের দিকে পথ দেখাল” শীর্ষক শিরেনামে প্রকাশিত একটি পিডিএফ ফাইল খুঁজে পাওয়া যায়। ‘আলী হাসান তৈয়ব’ কর্তৃক অনুবাদিত সেই পিডিএফ-এ এক মার্কিন তরুণীর হিজাব বিতর্ককে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপক ও ৪ ছাত্রীর ইসলাম গ্রহণের একই ঘটনা সেখানে উল্লেখ করা হয়েছে।
হিজাবকে কেন্দ্র করে ইসলাম গ্রহণ বিষয়ক এই তথ্যটি মূলত কোথা থেকে সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে তা অনুসন্ধান করতে গিয়ে একই ওয়েবসাইটের আরবি ভাষায় প্রকাশিত প্রতিবেদনের সারাংশ অংশে মূল লেখকের নাম খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে একজন হিজাবী শিক্ষার্থীর জন্য এক আমেরিকান প্রফেসরের ইসলাম গ্রহণের ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের আল-ইত্তিহাদ সংবাদপত্রের লেখক মুহাম্মাদ রশিদ আল-উওয়াইদ এর “Memoirs with a veil” (অনুবাদিত) থেকে নেওয়া হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিম এই ঘটনাটির সত্যতা পৃথকভাবে যাচাই করে নি।
রিউমর স্ক্যানার টিমের বিস্তর অনুসন্ধানে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ জন শিক্ষক ও ৪ জন ছাত্রের ইসলাম ধর্ম গ্রহণ সংক্রান্ত কোনো ঘটনা খুঁজে পাওয়া যায় নি। এছাড়া আন্তর্জাতিক কোন গণমাধ্যমে এই বিষয়ক কোন সংবাদ খুঁজে পাওয়া যায় নি।
মূলত, ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের মাঝে সাহসিকতা দেখিয়ে আলোচিত তরুণী মুসকান খানের হিজাবের প্রতি ভালোবাসা প্রদর্শনের প্রেক্ষিতে কোনোরূপ তথ্য সূত্র ছাড়াই মুসকানের হিজাবের প্রতি গুরুত্ব দেখে মার্কিন একটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও ৪ ছাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব বিতর্কে চরম পর্যায়ে পৌঁছেছে। হিজাব পরে ক্লাস করতে না দেয়া এবং ক্লাসে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলে এ বিতর্কের সৃষ্টি হয়। বিতর্কের মাঝে কর্ণাটকের মাণ্ড্য কলেজের বাণিজ্য শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুসকান খান হিজাব পরিহিত অবস্থায় স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে তাকে কতিপয় যুবক বাধা দেয়। পরবর্তীতে তাকে ঘিরে জয় শ্রী রাম স্লোগান দেয়া হয় কিন্তু এতে ভীত না হয়ে মুসকান ভিতরে প্রবেশ করেন এবং প্রতিবাদে আল্লাহু আকবর স্লোগান দেন। পরবর্তীতে তার এই সাহসিকতার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসিত হয়। কর্ণাটক আদালতে হিজাব নিয়ে চড়াও হওয়া এই বিতর্কের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
সুতরাং, ভারতে হিজাব বিতর্কে আলোচিত তরুণী মুসকান খানের হিজাবের প্রতি গুরুত্ব দেখে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষক ও ৪ ছাত্রের ইসলাম ধর্ম গ্রহণ করার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ব্রেকিং নিউজ, মুসকানের হিজাবের প্রতি গুরুত্ব দেখে মার্কিনের একটি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও ৪ ছাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Mtnews24: https://bn.mtnews24.com/islam/50455/http-bn-mtnews-com-kheladhula-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B2%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8
- Islam web: https://www.islamweb.net/en/women/article/149252/hijab-causes-seven-americans-to-embrace-islam
- IslamHouse Bangla: http://islamhouse.com/bn/articles/340426/
- IslamHouse Arabic: https://islamhouse.com/ar/articles/340426/
- BBC News: https://www.bbc.com/bengali/news-60303285
|