পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ও ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দল ভারত। লাল বলের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে। এরই প্রেক্ষিতে “ইন্ডিয়া সিরিজে সাকিব খেললে আমি খেলবো না : তামিম ইকবাল” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ইন্ডিয়া সিরিজে সাকিব খেললে আমি খেলবো না : তামিম ইকবাল” দাবিতে যমুনা টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি এবং জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালও এমন কোনো মন্তব্য করেননি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে দাবিটির সূত্রপাতের খোঁজে একাধিক ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
‘হাসিবুল হাসান শান্ত’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট গত ৫ সেপ্টেম্বর তারিখে আলোচিত ফটোকার্ডটি সংযুক্ত করে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়। প্রচারিত উক্ত পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “ভাই তরা কি শুরু করলি…”। কিন্তু, উক্ত পোস্টে এ সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৫ সেপ্টেম্বর তারিখের উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়েছে কিনা তা জানতে ফেসবুক পেজটিতে গত ৫ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত প্রতিটি ফেসবুক ফটোকার্ড পোস্ট পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। কিন্তু আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড প্রকাশের প্রমাণ মেলেনি। যমুনা টিভির ওয়েবসাইটেও উক্ত দাবিতে প্রকাশিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
তাছাড়া, যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত অন্য ফটোকার্ডগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির অসংগতি বা পার্থক্য লক্ষ্য করা যায়। যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত অন্য ফটোকার্ডগুলোর টেক্সট ডিজাইনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির টেক্সট ডিজাইনের পার্থক্য লক্ষ্য করা যায়। ফটোকার্ড শিরোনাম ও প্রকাশের তারিখ দু’টিতেই পার্থক্য লক্ষ্য করা যায়৷
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্যপ্রমাণও পাওয়া যায়নি।
সুতরাং, তামিম ইকবালকে উদ্ধৃত করে “ইন্ডিয়া সিরিজে সাকিব খেললে আমি খেলবো না” শীর্ষক মন্তব্যটি ভুয়া এবং উক্ত দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Jamuna Television – Facebook Page
- Jamuna TV – Website
- Rumor Scanner’s own analysis