সম্প্রতি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। সরকার পতনের পর দেশের একাধিক স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দুদের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভিডিওটি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো নারকীয় হত্যাকাণ্ডের একটি চিত্র।
এ বিষয়ে অনুসন্ধানে সেন্সরবিহীন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট Alivegore এবং hamidvai90 নামের একটি ইউটিউব চ্যানেলে আলোচিত ভিডিওটির সন্ধান পাওয়া যায়।
ভিডিওগুলোর শিরোনাম থেকে জানা যায়, এটি মূলত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর চালানো হত্যাকাণ্ডের একটি ভিডিও।
পরবর্তীতে মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক গণমাধ্যম The Arakan Express News এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ৭ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে আলোচিত ভিডিওটির দুটি স্ক্রিনশট ব্যবহার করে দাবি করা হয়, গত ৭ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংডু শহর থেকে রোহিঙ্গারা বাংলাদেশের প্রবেশের চেষ্টা করলে আরাকান আর্মিরা তাদের হত্যা করেন। এ সময় প্রাণে বেঁচে যাওয়া একজন ব্যক্তি উক্ত ঘটনার চিত্রটি ধারণ করেন। ছবিগুলো ভয়াবহ চিত্রেরই অংশ বিশেষ।
এছাড়াও পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতের মেঘালয় পুলিশের ইন্সটাগ্রামে গত ৯ আগস্ট প্রচারিত একটি পোস্টের সন্ধানও পাওয়া যায়। যেখানে তারা আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একটি ছবি প্রচার করে জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানান। তারা জানান আলোচিত ভিডিওটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর নির্যাতনের নয়। এটি একটি গুজব মাত্র।
সুতরাং, মিয়ানমারের থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের সময় আরাকান আর্মির গুলিতে নিহত হওয়ার ভিডিওকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চালানো নির্যাতনের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Alivegore Website: Aa Terrorists Continue To Exterminate Rohingya Survivors Of The Government Genocide
- hamidvai90 Youtube Channel: ro #foryou rohingya video#rohingya_language foryousadvideo
- The Arakan Express News X Account Post
- Meghalaya Police Instagram Account Post
- Rumor Scanner’s Own Analysis