About: http://data.cimple.eu/claim-review/98d1eb4cc513ed832697d9304bd2095cd3e4d2aacd3251ea9f06b737     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, একটি পোশাকের ছবি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করে দাবি করা হচ্ছে, পোশাকটি হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি ২০ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং ৬ লক্ষেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পোশাকের ছবিটি হযরত মুহাম্মদ (সা.) এর নয়, বরং এটি লাকোটা উপজাতির নেতা রেইন ইন দ্য ফেসের পোশাক, যা ২০১৩ সালে নিলামেও তোলা হয়েছিল। অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চে আমেরিকান শীর্ষস্থানীয় নিলাম কোম্পানি রক আইল্যান্ড নিলাম কোম্পানির ওয়েবসাইটে ২০১৩ সালের ১৭ আগস্ট তারিখে আমেরিকান কমান্ডার জর্জ আর্মস্ট্রং কাস্টারকে নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে কাস্টারের জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রক আইল্যান্ড অকশন কোম্পানির পক্ষ থেকে আমেরিকান লেফটেন্যান্ট কর্নেল জর্জ আর্মস্ট্রং কাস্টারের ডেথ কোট মর্মে বিশ্বাস করা একটি হরিণবিশেষ প্রাণীর চামড়া দিয়ে বানানো জ্যাকেট নিলামে আনতে যাচ্ছে। একই সাথে তারা ঘোষণা করে, হরিণের চামড়া দিয়ে বানানো রেইন ইন দ্য ফেস নামের এক স্থানীয় আমেরিকান উপজাতি নেতার ব্যবহৃত পোশাক মর্মে বিশ্বাস করা একটি শার্টও একইসাথে তারা নিলামে তুলতে যাচ্ছে। উক্ত উপজাতির নেতার শার্ট মর্মে বিশ্বাস করা শার্টটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত শার্টের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য যে, Akta Lakota Museum & Cultural Center এর প্রতিবেদন অনুসারে রেইন ইন দ্য ফেস একজন স্থানীয় আমেরিকান উপজাতি নেতা৷ তিনি ঐসব ব্যক্তিদের মধ্যে একজন যারা ১৮৭৬ সালের Battle of Little Big Horn এ জর্জ আর্মস্ট্রং কাস্টার এবং আমেরিকার সপ্তম অশ্বারোহী সৈন্যদলকে হারিয়েছিল। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চ করে আমেরিকান অন্যতম পুরাতন সাময়িকী True West Magazine এ ২০১৪ সালের ৬ জানুয়ারি তারিখে “Did Custer Die in This Coat?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে নিলামটির বিষয়ে উল্লেখ করা হয় এবং জানা যায়, ক্রেতারা উক্ত নিলামে রিজার্ভ মূল্যের চেয়ে কম মূল্য হাঁকানোর ফলে জ্যাকেট এবং শার্ট বিক্রি হয়নি। উক্ত সাময়িকীর প্রতিবেদন পড়েও জানা যায়, আলোচিত শার্টটি রেইন ইন দ্য ফেসের শার্ট হিসেবেই ধরা হয়। তাছাড়া, মিলিটারি বিষয়ক নিদর্শন সংগ্রহ, পুনরুদ্ধার ও প্রদর্শন বিষয়ক ওয়েবসাইট “Military Trader” এ ২০১৩ সালের ২৭ আগস্ট তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনেও রক আইল্যান্ড অকশনের বরাতে উক্ত নিলাম সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে, মূল নিলামের প্রতিবেদনে শার্টটি স্থানীয় আমেরিকান লাকোটা উপজাতির নেতা রেইন ইন দ্য ফেসের বলে উল্লেখ করা হলেও, মূল নিলামের প্রতিবেদনের বরাতে লেখা Military Trader এর উক্ত প্রতিবেদনে শার্টটি স্থানীয় আমেরিকান লাকোটা উপজাতির অন্য নেতা ভিক্টরের বলে উল্লেখ করা হয়। তবে, উক্ত শার্টটি হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত শার্ট মর্মে কোনো বিশ্বাসযোগ্য সূত্রে কোথাও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মূলত, ২০১৩ সালে স্থানীয় আমেরিকান উপজাতির একজন নেতার শার্ট দাবিতে একটি শার্ট নিলামে তুলা হয়৷ সম্প্রতি উক্ত শার্টের ছবি কোনো রকমের বিশ্বাসযোগ্য তথ্যসূত্র ছাড়াই হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক দাবিতে প্রচার করা হচ্ছে। অর্থাৎ, হযরত মুহাম্মদ (সা.) এর পোশাক মর্মে প্রচারিত দাবিটির স্বপক্ষে কোনো রকমের বিশ্বাসযোগ্য তথ্যসূত্র নেই এবং দাবিটি মিথ্যা। তথ্যসূত্র - Rock Island Auction – Did Custer Die in This Coat? - Akta Lakota Museum & Cultural Center – RAIN-IN-THE-FACE - True West Magazine – Did Custer Die in This Coat? - Military Trader – Custer attributed elk skin death jacket to hit the auction block - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 11 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software