সম্প্রতি, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড পরিচালিত ১০০-বলের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজ লীগ দ্য হান্ড্রেড-এ একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে রিশাদ হোসেন দূর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছেন যার অংশ হিসেবে ইংলিশ ক্রিকেটার ও ওভাল ইনভিন্সিবলসের ব্যাটার দাউদ মালানকে তার বোলিংয়ের মাধ্যমে আউট করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ৩ লাখ ৯০ হাজার ৬৪০ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১২ হাজার ৪৬৮ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটিতে ২৯৫ টি মন্তব্যও করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি দ্য হান্ড্রেড-এ রিশাদ হোসেনের দূর্দান্ত বোলিংয়ের মাধ্যমে দাউদ মালানের উইকেট পতনের কোনো ঘটনার নয়। ভিডিওতে বোলিংরত অবস্থায় দেখতে পাওয়া ব্যক্তিও বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন নয় বরং, তিনি পাকিস্তানি লেগ স্পিনার উসামা মীর। এছাড়াও রিশাদ হোসেন ফ্র্যাঞ্চাইজ লীগ দ্য হান্ড্রেড-এ খেলছেন না।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে থাকা Malan নামটি এবং টেলিভিশন চ্যানেল Sony Liv এর লোগোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Sony Liv এর ইউটিউব চ্যানেলে গত ৬ আগস্ট Manchester Originals vs Oval Invincibles | Highlights | The Hundred | 6th August 2024 শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যালোচনা করে এর ১ মিনিট ৪৩ সেকেন্ডে ইংলিশ ক্রিকেটার ও ওভাল ইনভিন্সিবলসের খেলোয়াড দাউদ মালানের আউট হওয়ার দৃশ্যটি দেখতে পাওয়া যায়। এছাড়াও মালানের নামের পাশে বোলারের নামের জায়গায় মীর নামটি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ভিডিওটির ৩৬ সেকেন্ডে প্রদর্শিত উভয় দল ম্যানচেস্টার অরিজিনালস এবং ওভাল ইনভিন্সিবলস-এর খেলোয়াড়ে নামের তালিকা পর্যালোচনা করে দেখা যায়, দাউদ মালানের উইকেট নেওয়া ব্যক্তির উসামা মীর, রিশাদ হোসেন নয়। এছাড়াও তিনি একজন পাকিস্তানি খেলোয়াড়।
পরবর্তীতে রিশাদ হোসেন এবারের দ্য হান্ড্রেড-এর আসরে খেলছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে এ পর্যন্ত কোনো বাংলাদেশি খেলোয়াড় খেলার সুযোগ না পেলেও এবারের নিলামের তালিকায় সাকিব-তামিমসহ ১৫ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেন। তবে এবারের আসরেও তাদের খেলার বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ফ্র্যাঞ্চাইজ লীগ দ্য হান্ড্রেড-এ পাকিস্তানি স্পিনার উসামা মীরের বোলিংয়ের দৃশ্যকে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে ; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sony Liv Youtube Channel: Manchester Originals vs Oval Invincibles | Highlights | The Hundred | 6th August 2024
- Rumor Scanner’s Own Analysis