সম্প্রতি, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাহাবাদ ছেড়ে ত্রিপুরায় পৌঁছেছেন। বিশেষ প্রটোকলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ত্রিপুরায় পৌঁছান।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে গাড়ি বহরের দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় এবং স্থানটিও ভারতের ত্রিপুরার নয় বরং, প্রচারিত ভিডিওটি ২০১৮ সালে কলকাতার।
অনুসন্ধানে “Counting Places BTS” একটি ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ০৩ জুন প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী (তৎকালীন) শেখ হাসিনা কলকাতার নিউটাউনে।
ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান আজতকের পক্ষ থেকেও বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে ২০১৮ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলকাতা সফরের সত্যতা পাওয়া যায়।
উল্লেখ্য, এর আগেও পুরোনো ভিডিওকে শেখ হাসিনার মুম্বাই থেকে দিল্লিতে যাওয়ার সাম্প্রতিক ভিডিও দাবিতে প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০১৮ সালের শেখ হাসিনার কলকাতা সফরের সময়কার একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ভারতের ত্রিপুরায় সফরের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Counting Places BTS- Youtube Video
- Rumor Scanner’s Own Analysis