বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে কিছু ছবিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল ছবিগুলো আসলে চিন্ময় কৃষ্ণ দাসের নয়। প্রকৃতপক্ষে, ছবিগুলো ভারতের রাজস্থানের ‘বাবা বালকনাথ’ নামে এক মন্দিরের পুরোহিতের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সঙ্গে সম্পর্কিত একটি ভিডিওর স্ক্রিনশট।
দাবিকৃত ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে Newzy Bites নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২০ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভিডিওটি রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ে ক্ষেত্রপাল মন্দিরের পুরোহিত বাবা বালকনাথের।
এই বিষয়ে বিস্তারিত জানা যায় ভারতীয় গণমাধ্যম ইটিভি ভারতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। উক্ত প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ অক্টোবর এ ঘটনায় মামলা নথিভুক্ত হয়। অভিযোগ অনুসারে, গত ১২ এপ্রিল বাবা বালকনাথ এক কলেজছাত্রীকে গাড়িতে তুলে গ্রামে পৌঁছে দেওয়ার নামে মিষ্টিতে চেতনানাশক মিশিয়ে খাওয়ান। ছাত্রীটি অচেতন হলে নির্জন স্থানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় গাড়ির ড্রাইভার ভিডিও ধারণ করেন এবং তা প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা হয়। ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনা নিয়ে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য ও বর্ণনা পাওয়া যায়।
অর্থাৎ, ছবিগুলো চিন্ময় কৃষ্ণ দাসের নয়।
সুতরাং, ভারতের ‘বাবা বালকনাথ’ নামের এক ধর্মগুরুর নারীকে যৌন নির্যাতনের দৃশ্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- newzbites – Instagram Post
- Etv Bharat: Temple Priest Accused Of Raping Woman After Offering Her Drugged ‘Prasad’ In Rajasthan; Case Registered
- NDTV: Priest Baba Balaknath Allegedly Rapes Woman After Giving Drug-Laced “Prasad”
- Zee News – Rajasthan Spiritual Leader Accused Of Using Prasad To Drug, Rape College Student; Case Filed After Video Sparks Outrage